ঢাকা, ০৩ মে, ২০২৫
দোয়ারাবাজার, সুনামগঞ্জ, প্রতিনিধি :
প্রকাশিত : ০৪:৩৫ এএম, ০২ মে ২০২৫
Digital Solutions Ltd

দোয়ারাবাজারে বোনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে ভাই 

প্রকাশিত : ০৪:৩৫ এএম, ০২ মে ২০২৫

দোয়ারাবাজারে বোনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে ভাই 

দোয়ারাবাজার, সুনামগঞ্জ, প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভাই কর্তৃক বোনকে হত্যার উদ্দেশ্যে  কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ভাইয়ের লোকজন।

শনিবার (২৬ এপ্রিল)  উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত বোন (রুমেনা বেগম) শ্রীপুর গ্রামের সফিকুল ইসলাম (৫৬) স্ত্রী।

এঘটনায় আহত রুমেনা বেগম'র স্বামী সফিকুল ইসলাম বাদী হয়ে ঘটনার দিন রাতে দোয়ারাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,একই গ্রামের বাসিন্দা 
 মৃত আশিক উল্লাহর পুত্র সানোয়ার আলী (৫৫) ও কন্যা রুমেনা বেগম এর স্বামী সফিকুল ইসলামের বাড়ি পাশাপাশি। এতে বিভিন্ন সময় দুই পরিবারের মাঝে নানান বিষয়াদি নিয়ে ছোট খাটো ঝগড়াঝাঁটি চলে আসছিলো। পূর্ব এসব বিরোধের জেড়ে রুমেনা বেগম'র স্বামী শফিকুল ইসলামকে মারধর ও ফসলাদি নষ্ট করা লক্ষে  বিভিন্ন সময়ে সুযোগ খুঁজে থাকে সানোয়ার আলী ও তার পুত্ররা। গত শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধায় সফিকুল ইসলাম তার আত্মীয় একই গ্রামের মৃত মুক্তার আলী'র পুত্র বাবুল মিয়া'র বাড়ি থেকে পারিবারিক কাজ শেষে রাত ৯ টায় বাড়িতে ফেরার পথে সফিকুল ইসলাম তার বসতঘরের পশ্চিম পাশে তার নিজস্ব ফসলি জমি কচু ক্ষেতের  দিকে তাকলে প টাচ লাইটের আলোতে দেখতে পান যে অভিযুক্তরা দ্যা দিয়া কচু ক্ষেতর কচু কেটে নষ্ট করিতেছেন। যার ক্ষতির পরিমান (১ লক্ষ  ৫ হাজার টাকা), এতে সফিকুল ইসলাম তার জমির কচু নষ্ট করার কারন জিজ্ঞেস করলে অভিযুক্তরা মারধর ও হত্যা করার হুমকি দিয়ে চলে যান। এঘটনায় সফিকুল ইসলাম সমাজের ব্যক্তিবর্গের কাছে বিচারপ্রার্থী হলে এবং এ বিষয়টি অভিযুক্তরা জানতে পারায় ক্ষিপ্ত হয়ে মারধর করার সুযোগ খুঁজতে থাকে। এতে ২৬ এপ্রিল (শনিবার) দুপুর সাড়ে ১২ টায় তারা দলবদ্ধ হয়ে সফিকুল ইসলামের বাড়িতে ডুকে দ্যা,ছুরি ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। ঘুর ভাঙচুর করে একপর্যায়ে সফিকুল ইসলাম কে বসতঘর থেকে বের করে এনে মারধর করে রক্তাক্ত জখম করে। এমতাবস্থায় তার স্ত্রী রুমেনা বেগম দৌড়িয়ে আসলে অভিযুক্তরা দ্যা দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে দায়ের কোপে মাথা কেটে  মারাত্মক রক্তাক্ত জখম হয়।  পরবর্তীতে আরেকটি কোপ দিলে রুমেনা বেগম বাম হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করলে কোপটি তার হাতে লাগে এবং বাম হাতের তর্জুনি আঙুল কেটে পড়ে যায় গুরুতর জখম হয়।

এতে অভিযুক্তরা হলেন, ১। সানোয়ার আলী (৫৫).২। আব্দুল আহাদের পুত্র আমিনুল ইসলাম (৩২).৩। সৈয়ফুল ইসলাম (২৮),৪। সানোয়ার আলী'র পুত্র রাজন মিয়া (২৭),৫। সেবুল মিয়া'র পুত্র সাকিল মিয়া (১৯).৬. মৃত সমছুল হক'র পুত্র জহুরুল মিয়া (১৯)।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল জলিল বলেন,আমি সরকারি কাজে কয়েকদিন যাবত এলাকার বাহিরে ছিলাম।
রাতে এসেছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ‘আওয়ামী লীগ খুনিদের দল, খুনিরা রাজনীতি করতে পারবে না’ শিরোনাম দুই কৃষককে ফেরত দেয়ার বিনিময়ে ভারতীয় ২ জনকে ছেড়ে দিল বিজিবি শিরোনাম ‘সরকার ব্যর্থ হলে জনতার আদালতে আ.লীগের বিচার নিশ্চিত করা হবে’ শিরোনাম প্রবাসে গিয়ে দেশে আসার অনিশ্চয়তায় দোয়ারাবাজারের আবু বকর ও তার স্ত্রীর শিরোনাম শেখ হাসিনা খুনি কিনা যারা প্রশ্ন করে, তারা সাংবাদিক নয়: নাহিদ ইসলাম শিরোনাম রায়পুরায় হামলার শিকার প্রাণ গেল  এসএসসি পরীক্ষার্থীর