প্রথমবারের মতো বাকৃবির শাহজালাল হলে জিমনেসিয়ামের উদ্বোধন
শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বৃদ্ধির উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে জিমনেসিয়াম চালু করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আবাসিক হলগুলোর মধ্যে প্রথমবারের মতো স্থাপিত জিমনেসিয়াম।
শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় এ জিমনেসিয়ামের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আসাদুজ্জামান সরকারসহ হলের শিক্ষার্থীবৃন্দ।
জানা গেছে, অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই জিমনেসিয়ামে থাকবে ওয়েট বেঞ্চ, সিট-আপ বেঞ্চ, রাউন্ড ডাম্বেল, ফিক্সড ডাম্বেল, জাম্প রোপ, এবি হুইল, হ্যান্ড গ্রিপ, এক্সারসাইজ বাইক, ম্যাট, পুশ-আপ বারসহ অনেক কিছুই। তাছাড়া ঈদের আগেই ট্রেড মিল যুক্ত হবে বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান।
এসময় হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান বলেন, “আমি ছাত্রজীবনে নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম। ফুটবল, ভলিবল এবং হ্যান্ডবল টিমে খেলেছি। শাহজালাল হল অতীতেও বহুবার বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। যেহেতু আমাদের হল থেকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামটি অনেক দূরে, তাই আমি হলে একটি কক্ষ পরিষ্কার করিয়ে সেখানে জিমের ব্যবস্থা করেছি, যাতে খেলাধুলার পর শিক্ষার্থীরা জিমের সুবিধা নিতে পারে। আশা করি ঈদের পর ট্রেড মিল সংযোজন করতে পারব।”
তিনি আরও বলেন, “শাহজালাল হল একটি আন্তর্জাতিক হল হওয়ায়, আমি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ-সুবিধা নিশ্চিত করাতেও গুরুত্ব দিচ্ছি। আশা করি, আমাদের শিক্ষার্থীরা খেলাধুলায় আরও এগিয়ে যাবে এবং কোনো মাদকসেবন বা খারাপ সংস্কৃতির ছায়া তাদের স্পর্শ করতে পারবে না।”
হলের নেপালি শিক্ষার্থী রাহুল যাদব বলেন, “আমরা হলের নেপালি শিক্ষার্থীরাও খুব খুশি, কারণ এখন নিজেদের রুমের কাছেই জিম রয়েছে। এর ফলে মাঠে খেলাধুলার পাশাপাশি শরীর গঠনের জন্য জিমনেসিয়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এমন সুযোগ-সুবিধা করে দেওয়ায় ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করার জন্য প্রভোস্ট স্যারকে অসংখ্য ধন্যবাদ।”
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com