দোয়ারাবাজারে যুবলীগ নেতার অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রতিবাদ, নিরব প্রশাসন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন যুবলীগের ক্রিড়া সম্পাদক ও ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া'র অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে তার বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন ও প্রকাশিত সংবাদের প্রতিবাদ
শনিবার (৩ মে) দুপুরে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের আওয়ামীলীগ নেতাকর্মীরা এই প্রতিবাদ সভার আয়োজন করে।
শুক্রবার (২ মে) বিকালে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্রভাবশালী যুবলীগ নেতা আব্দুল ওয়াদুদ ভূইয়া'র গত ১৬ বছরের অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ তুলে তার বিচার ও তাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছি করেএলাকাবাসী।
ইউনিয়নের বালিচড়া গ্রামে এ মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিক্ষুব্ধ জনতা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে এলাকার মানুষকে নানান ভাবে ভুগিয়েছেন যুবলীগ নেতা আব্দুল ওয়াদুদ ভূইয়া। সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের একনিষ্ঠকর্মী এই আওয়ামীলীগ নেতা দলীয় ক্ষমতার অপব্যবহারে এলাকায় গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। সীমান্তে চোরাকারবারি, মামলা বানিজ্য, মাটি খেকো, অবৈধ ভূমি দখলকারী এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতি ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেছেন। ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াদুদ ভূইয়া'র বিরুদ্ধে চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও সাধারণ মানুষের উপর নিপীড়নের অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা তাকে গ্রেফতারের দাবি জানান।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বাধীন একটি চক্র আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় প্রভাব কাটিয়ে এলাকার মানুষের ন্যায্য অধিকার হরণ করেছে। তার ক্ষমতার প্রভাবে সাধারণ মানুষ এতোদিন মুখ খুলতে পারেনি।
বিক্ষুব্ধ জনতা আরো বলেন ,
বালিচড়া গ্রামের একটা ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর মাহফিল হতো দলীয় প্রভাব খাটিয়ে প্রতিহিংসায় ২০১৯ সাল থেকে সেই মাহফিলটি আব্দুল ওয়াদুদ ভূইয়া এবং তার সহযোগীদের সাথে নিয়ে বন্ধ করে দেয় এবং মাহফিল কমিটিকে জামাত-বিএনপির ট্যাগ আখ্যায়িত করে প্রশাসন এবং এলাকার সন্ত্রাসীদের মাধ্যমে প্রায়ই হয়রানি করে।
জুলাই-আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে ও তার সহযোগী আব্দুল ওয়াদুদ ভূইয়া এখনো এলাকায় আগের মতো প্রভাব বিস্তার করে চলছে। সীমান্তে চোরাকারবারি, ফসলি জমি হতে জোরপূর্বক মাটি বিক্রি, অবৈধভাবে বালু বিক্রি থেকে শুরু করে তার সবকিছু এখনোও চলছে ব্যপরোয়া ভাবে। উপজেলার বোগলাবাজার সীমান্ত দিয়ে ৫ আগষ্ট পরবর্তী আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ভারতে পালিয়েছে আব্দুল ওয়াদুদ ভূইয়া সিন্ডিকেটের হাত ধরেই।
এতে বক্তব্য দেন,স্থানীয় সমাজসেবক
হারুন অর রশিদ, জহিরুল হক, মন্তাজ উদ্দিন, শুকুর আলী, রফিক মিয়া, শামছুল ইসলাম এবং ছবির মিয়া। এছাড়া মানববন্ধনে এলাকার ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন সুকুর মিয়া, রফিকুল ইসলাম, রুহুল আমিন, মনজু মিয়াসহ এলাকার নানান শ্রেনী পেশার মানুষ ও সচেতন যুব সমাজ। তারা যুবলীগ নেতা আব্দুল ওয়াদুদ ভূইয়াকে গ্রেফতার করতে প্রশাসনের নিকট জোর দাবি জানান।
গতকাল যুবলীগ নেতা আব্দুল ওয়াদুদ ভূইয়া'র বিরুদ্ধে করা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে তার অপকর্ম ধামাচাপা দিতে আজ তারই নেতৃত্বে প্রতিবাদ সভা করেছে বোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা। এসময় যুবলীগ নেতা আব্দুল ওয়াদুদ ভূইয়া'র পক্ষে বক্তব্য দেন, বালিচড়া গ্রামের হযরত আলী'র পুত্র ও
ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি উকিল মিয়া,আব্দুস সালামের পুত্র ও ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন,
আমির উদ্দিন, হুসেন মিয়া প্রমুখ।
এদিকে যুবলীগ নেতা আব্দুল ওয়াদুদ ভূইয়াকে বাঁচাতে তার অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে আওয়ামীলীগের নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে এমন বিক্ষোভ সমাবেশ বাস্তবায়ন করায় এলাকা জোরে সৃষ্টি হয়েছে নানান সমালোচনা।
এবিষয়ে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com