ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫
আমতলী (বরগুনা) প্রতিনিধি ।  :
প্রকাশিত : ১০:৩২ এএম, ২৯ জুন ২০২৫
Digital Solutions Ltd

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে প্রবেশ পথে ময়লার ভাগাড়।  পরিবেশ দুষিত। 

প্রকাশিত : ১০:৩২ এএম, ২৯ জুন ২০২৫

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে প্রবেশ পথে ময়লার ভাগাড়।  পরিবেশ দুষিত। 

আমতলী (বরগুনা) প্রতিনিধি ।  :

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরের প্রবেশ পথে ময়লার ভাগাড় করা হয়েছে। হাসপাতালের পরিবেশ চরম আকারে দুষিত হচ্ছে। নাখ চেপে মানুষ হাসপাতাল কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ দেখেও তা না দেখার ভান করছে। এতে মশা বাহিত রোগ বৃদ্ধি আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।  দ্রুত হাসপাতালের ভেতরের এ ময়লার ভাগাড় অপসারণের দাবী রোগী ও তার স্বজনদের।
জানাগেছে, ২০১৩ সালে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০ শয্যায় উন্নীত হয়। ওই সময় থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন। ওই হাসপাতালে প্রতিদিন অন্তত দুই শতাধিক রোগী চিকিৎসা নিতে আসে। দীর্ঘদিন ধরে ওই হাসপাতালের রোগীদের ময়লা-আবর্জনা, ঔষধের পরিত্যাক্ত খোসা ও বর্জ্য হাসপাতালের ভেতরে প্রবেশ পথের পশ্চিম পাশে ফেলা হচ্ছে। ময়লা আবর্জনার স্তুপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওই ময়লার ওপর মশা, মাছি, পাখি ও কুকুর খাবার খাচ্ছে। ময়লার দুর্গন্ধ চারি দিকে তীব্র ছড়িয়ে পড়ছে। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ চরম আকারে দুষিত হচ্ছে। রোগী ও তার স্বজনরা নাখ চেপে ভেতরে প্রবেশ করছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ময়লার ভাগাড়ের এমন অবস্থা দেখেও না দেখার ভান করছেন। তারা এ ময়লার ভাগাড় অপসারণের কোন উদ্যোগ নিচ্ছে না। দ্রæত এ ময়লার ভাগাড় অপসারণের দাবী ভুক্তভোগীদের। 
রবিবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, হাসপাতালে ভেতরের প্রবেশ পথের পশ্চিম পাশে ময়লা-আবর্জনার স্তুপ পড়ে আছে। ওই ময়লা-আবর্জনায় মশা, মাছি, পাখি ও কুকুর বসে নাড়াচাড়া করছে। ভাগাড়ের দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পরছে। মানুষ নাখ চেপে হাসপাতালে প্রবেশ করছে।  
হাসপাতালের রোগীর স্বজন সুমা আক্তার বলেন, হাসপাতালের ভেতরে প্রবেশ পথেই ময়লার ভাগাড়। নাক চেপে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে হয়। এমন অবস্থায় ভালো মানুষ হাসপাতালে আসলেও রোগী হয়ে যেতে হবে।  
রোগী নজরুল ইসলাম বলেন, ময়লার দুর্গন্ধে হাসপাতালে টেকা খুবই কষ্টকর। দ্রুত এ ময়লার ভাগাড় অপসারণের দাবী জানান তিনি।  
তালতলী উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ একেএম মনিরুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। দ্রুত লোক লাগিয়ে ময়লা অপসারণ করা হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার শিরোনাম গণ-অভ্যুত্থানের পর শ্রীলঙ্কার ক্ষমতা নেওয়া রনিল গ্রেপ্তার শিরোনাম উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত শিরোনাম উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে ল্যাম্পপোস্টের তার চুরি শিরোনাম এবার আমি একটারেও ছাড়ব না: হাসিনা শিরোনাম চট্টগ্রামের চন্দ্রনাথে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হয়নি: উপজেলা প্রশাসন