ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
জাহিদ হাসান মেহেরপুর প্রতিনিধি :
প্রকাশিত : ০২:২১ এএম, ০৪ আগস্ট ২০২৫
Digital Solutions Ltd

প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল ও কলেজের আগুনের দগ্ধ হওয়া নিহত মাহিয়া তাসনিম মায়ার কবর জিয়ারত করেছেন বিমানবাহিনী

প্রকাশিত : ০২:২১ এএম, ০৪ আগস্ট ২০২৫

জাহিদ হাসানের পাঠানো ছবি

জাহিদ হাসান মেহেরপুর প্রতিনিধি :

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়ার পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানাতে মেহেরপুর মুজিবনগরের জয়পুর গ্রামে ছুটে যান বাংলাদেশ বিমান বাহিনীর একটি  টিম।


শুক্রবার  ১ আগস্ট দুপুরে বিমান বাহিনীর প্রধানের প্রতিনিধি হিসেবে উইং কমান্ডার রেহেনা ও স্কোয়াড্রন লিডার ইকতিয়ার হোসেনের নেতৃত্বে একটি দল জয়পুর গ্রামে গিয়ে মাহিয়া তাসলিম মায়ার কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 


কবর জিয়ারত শেষে মাহিয়া তাসনিম মায়ার নানা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানান।


মাহিয়া তাসলিম মায়া চুয়াডাঙ্গা কুড়ুলগাছি গ্রামের মৃত ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর মেয়ে। সে ঢাকাতে  মা বিউটি আক্তারের সাথে বসবাস সূত্রে মাইলস্টোন স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতেন।


১১ জুলাই স্কুলের ক্লাস শেষ হলে কোচিং এর জন্য স্কুল কক্ষে বসে থাকা অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর মালিকানাধীন  একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের উপরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার শুরুতেই আহত হয় সে। পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ শে জুলাই বিকেলে সে মৃত্যুবরণ করে।

পরে তাকে মেহেরপুর মজিবনগর উপজেলার জয়পুর গ্রামের কবরস্থানের দাফন করা হয়।


মাহিয়া তাসলিম মায়ার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


এমন হৃদয়বিদারক ঘটনায় পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন তার পরিবার।


মাহিয়া তাসলিম মায়ার নানা নজরুল ইসলাম বলেন, 
আমরা খুবই মর্মাহত। কিন্তু আজকে বিমানবাহিনীর একটি টিম এসে আমাদের পাশে দাঁড়িয়েছে সমবেদনা জানিয়েছে।

তারা আমাদের পরিবারকে কিছু সহযোগিতার আশ্বাসও দিয়েছে। এটা আমাদের জন্য কিছুটা সান্ত্বনার।


এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল নিহত ছাত্রী পরিবারের খোঁজখবর নিতে উপস্থিত ছিলেন।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল জানান, 
ঘটনাটি খুবই দুঃখজনক। সরকারিভাবে কোন নির্দেশনা এলে প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।


বিমান বাহিনীর এই উপস্থিতিও আশ্বাসে কিছুটা হলেও সান্ত্বনা পেয়েছে মাহিয়া তাসনিমের শোকার্ত পরিবার।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার শিরোনাম গণ-অভ্যুত্থানের পর শ্রীলঙ্কার ক্ষমতা নেওয়া রনিল গ্রেপ্তার শিরোনাম উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত শিরোনাম উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে ল্যাম্পপোস্টের তার চুরি শিরোনাম এবার আমি একটারেও ছাড়ব না: হাসিনা শিরোনাম চট্টগ্রামের চন্দ্রনাথে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হয়নি: উপজেলা প্রশাসন