ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :
প্রকাশিত : ০৯:৩২ এএম, ০৪ আগস্ট ২০২৫
Digital Solutions Ltd

গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ : রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৯:৩২ এএম, ০৪ আগস্ট ২০২৫

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু। ছবি : সংগৃহীত

জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার সম্মিলিত প্রতিরোধ।” ঐতিহাসিক এই দিনে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনগণের ক্ষোভের বিস্ফোরণ।”

সোমবার (৪ আগস্ট), ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, “এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মতপ্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য। একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পূর্ণ বাস্তবায়ন করতে হবে।”

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে, যাঁরা দেশকে স্বৈরাচারমুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, “আহত, পঙ্গুত্ব বরণ করা এবং দৃষ্টিশক্তি হারানো সকল বীর জুলাই যোদ্ধার অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে। শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।”

রাষ্ট্রপতি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপকভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এই সংস্কারের মধ্য দিয়েই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ।”

তিনি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

সর্বশেষ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার শিরোনাম গণ-অভ্যুত্থানের পর শ্রীলঙ্কার ক্ষমতা নেওয়া রনিল গ্রেপ্তার শিরোনাম উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত শিরোনাম উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে ল্যাম্পপোস্টের তার চুরি শিরোনাম এবার আমি একটারেও ছাড়ব না: হাসিনা শিরোনাম চট্টগ্রামের চন্দ্রনাথে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হয়নি: উপজেলা প্রশাসন