ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১৮ জুন ২০২৫
Digital Solutions Ltd

ফেসবুকে সকল ভিডিও এবার রিলস হিসেবে গণ্য হবে

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১৮ জুন ২০২৫

ফেসবুকে সকল ভিডিও এবার রিলস হিসেবে গণ্য হবে

আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :

ফেসবুকে ভিডিও কনটেন্ট সম্পর্কিত বড় এক পরিবর্তন আসতে চলেছে। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে শেয়ার হওয়া সকল নতুন ভিডিও অচিরেই রিলস হিসেবে বিবেচিত হবে। গতকাল মঙ্গলবার (১৭ জুন) ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস আসন্ন নতুন এই আপডেট সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা বলেছে, ভিডিও’র ক্ষেত্রে এবার থেকে ফেসবুকে দৈর্ঘ্য ও ফরম্যাট সম্পর্কিত কোনো বিধিনিষেধ বা সীমাবদ্ধতা থাকবে না। এর ফলে ছোট (শর্ট), লম্বা (লং) ও লাইভ- সকল প্রকার ভিডিও কনটেন্টই ফেসবুক রিলসের অন্তর্ভুক্ত হবে। 

 

নতুন এই আপডেটের মাধ্যমে ফেসবুকে ভিজ্যুয়াল কনটেন্ট প্রকাশের প্রক্রিয়াটি আগের তুলনায় আরও সহজ হতে যাচ্ছে। মেটা এও জানিয়েছে, নতুন আপডেটে বর্তমান ভিডিও ট্যাবটির নাম পরিবর্তন করে রাখা হবে রিলস ট্যাব। এই ট্যাবের অধীনেই সকল ভিডিও কনটেন্ট পাওয়া যাবে। 

 

অর্থাৎ, নতুন আপডেট আসার পর ফেসবুকে ভিডিও কনটেন্ট মাত্রই রিলস হিসেবে শ্রেণীবদ্ধ হবে বা ক্ল্যাসিফায়েড হবে। তবে পুরোনো ভিডিওগুলো আগের মতোই থাকবে। কেবলমাত্র নতুন পোস্ট করা ভিডিও’র ক্ষেত্রেই প্রযোজ্য হবে আসন্ন এই আপডেট।

ফেসবুকের নতুন এই আপডেটের অংশ হিসেবে বেশ কয়েকটি উদ্ভাবনী (ক্রিয়েটিভ) টুলও পেতে যাচ্ছেন ব্যবহারকারীরা। এছাড়া আপডেটটি যুক্ত হওয়ার পর ব্যবহারকারীদেরকে তাঁদের অডিয়েন্স সেটিং নিশ্চিত করতে বলা হবে। অর্থাৎ, একটি ভিডিও ফেসবুকে কাদের সাথে শেয়ার করতে চাইছেন তা ব্যবহারকারীকে নির্বাচন করে দিতে হবে। 

 
 

 

উল্লেখ্য, ফেসবুকের অডিয়েন্স সেটিংয়ে ‘পাবলিক’, ‘ফলোয়ারস অনলি’, ‘ক্লোজ ফ্রেন্ড’-এর মতো বেশ কিছু অপশন রয়েছে। ফিড পোস্ট ও রিলসের জন্য আগে থেকে একই অডিয়েন্স সেট করা থাকলে ব্যবহারকারী চাইলে তা পরিবর্তন করে ভিন্ন ভিন্ন অডিয়েন্স সেট করে দিতে পারেন। 

আগামী কয়েক মাসে পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করা সকল ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল ও পেজে যুক্ত হতে যাচ্ছে ভিজ্যুয়াল কনটেন্ট সম্পর্কিত নতুন এই আপডেট। এমনটাই জানিয়েছেন মেটা।

তথ্যসূত্র: মেটা, রয়টার্স

তথ্য প্রযুক্তি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম গণ-অভ্যুত্থানের পর শ্রীলঙ্কার ক্ষমতা নেওয়া রনিল গ্রেপ্তার শিরোনাম উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত শিরোনাম উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে ল্যাম্পপোস্টের তার চুরি শিরোনাম এবার আমি একটারেও ছাড়ব না: হাসিনা শিরোনাম চট্টগ্রামের চন্দ্রনাথে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হয়নি: উপজেলা প্রশাসন শিরোনাম ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন: ট্রাম্প