ঢাকা, ০১ জুলাই, ২০২৫
বাকৃবি প্রতিনিধি: :
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৯ জুন ২০২৫
Digital Solutions Ltd

তরুণ ভেটেরিনারিয়ানদের জন্য তিন মাসব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৯ জুন ২০২৫

তরুণ ভেটেরিনারিয়ানদের জন্য তিন মাসব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি: :

তরুণ ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে তিন মাসব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ)-এর উদ্যোগে এবং অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) এর সহযোগিতায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বুধবার সন্ধ্যায়, ঢাকার সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতালের অডিটোরিয়ামে। অনুষ্ঠানে বিভিএ সদস্য ডা. আল আমিন সঞ্চালকের ভূমিকা পালন করেন, আর প্রশিক্ষণ কর্মসূচির বিস্তারিত উপস্থাপন করেন একই সংগঠনের সদস্য ডা. শাহাদাত হোসেন পারভেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন বিভিএ'র আহ্বায়ক ডা. মো. সফিউল আহাদ সরদার স্বপন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভিএ'র সদস্য সচিব ডা. মো: তারেক হোসেন।

ট্রেনিং প্রদানকারী সংস্থা থেকে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. আজিজ আল মামুন, ঢাকা গ্রুপের জিএম খলিলুর রহমান, বিএলআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম. এ. সামাদ, পূর্বাচলে অবস্থিত সিভাসু টিচিং এবং ট্রেইনিং পেট হসপিটাল এবং রিসার্চ সেন্টারের ডেপুটি চিফ ভেটেরিনারি অফিসার ডা. আব্দুল মান্নান, আহকাব সভাপতি সায়েম উল হক, আহকাব মহাসচিব আফতাব আলম, দি ভেট এক্সিকিউটিভ এর সভাপতি ডা. রেজাউল করিম মনি, আহকাব এর কোষাধ্যক্ষ ডা. মোজাম্মেল হক খান, আড়ং ডেইরির জিএম ডা. হারুন অর রশিদ, বিভিএ সদস্য ডা. আলমগীর, ডা. শাহজাহান সাজু, ডা. জহিরুল সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বিভিএ আহ্বায়ক ডা. সফিউল আহাদ সরদার স্বপন বলেন, “দেশের প্রাণিসম্পদ উন্নয়নে দক্ষ ও প্রযুক্তি-সক্ষম ভেটেরিনারিয়ানদের প্রয়োজনীয়তা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। এই ধরনের প্রশিক্ষণ তরুণদের হাতে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা এনে দেবে।”

বক্তারা আরো বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তরুণ ভেটেরিনারিয়ানরা ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে—পোলট্রি ব্রিডার ফার্ম ব্যবস্থাপনা, হ্যাচারি পরিচালনা, ডায়াগনস্টিক ল্যাব ব্যবহারে, দক্ষতা এবং পোষা প্রাণীর চিকিৎসা ও ক্লিনিক্যাল চর্চা।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট মো: আবুল কালাম বলেন, এই ধরনের প্রশিক্ষণে পেট সেক্টরে মনোনীত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে একাডেমিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ে নিজেকে একজন দক্ষ ভেটেরিনারিয়ান হিসাবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট আর এস মাহমুদ হাসান বলেন, ১৫ জন তরুণ ভেটেরিনারিয়ানের একজন হিসেবে এই বিশেষায়িত প্রশিক্ষণে অংশ নিতে পারাটা আমার জন্য এক বিরাট সুযোগ। আমাদের হাতে-কলমে দক্ষতা অর্জনের দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। আমি আশা করি পেট ক্লিনিকে প্রশিক্ষণের মাধ্যমে একাডেমিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ে নিজেকে একজন দক্ষ ভেটেরিনারিয়ান হিসাবে গড়ে তুলতে পারব, ইনশাআল্লাহ। 

কর্মসূচিটি আগামী ২৯ জুন হয়ে শুরু হয়ে তিন মাস ধরে বিভিন্ন প্র্যাকটিক্যাল ক্লাস, মাঠপর্যায়ের ভিজিট এবং অভিজ্ঞ ভেটেরিনারিয়ানদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে।

উল্লেখ্য, প্রথমবার এই বিশেষায়িত প্রশিক্ষণে মোট ৪৫ জন সদ্য গ্র্যাজুয়েট আবেদনকারীর মধ্য থেকে ১৫ জনকে নির্বাচিত করা হয়েছে, যাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৫ জন নারী প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নিচ্ছেন।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী শিরোনাম তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে প্রবেশ পথে ময়লার ভাগাড়।  পরিবেশ দুষিত।  শিরোনাম লালমোহন জুলাই আগস্ট শহীদ সাকিব এর পরিবারের উপরে হামলার অভিযোগ  শিরোনাম ভোক্তা অধিকার সংরক্ষণে বাকৃবিতে সচেতনতামূলক সেমিনার শিরোনাম মুরাদনগরে ধর্ষণ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ শিরোনাম বেরোবিতে নিয়োগ জালিয়াতি, আওয়ামী পন্থী  শিক্ষকের বিরুদ্ধে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি