সাতক্ষীরায় ৬ পিচ স্বর্ণের বার উদ্ধার, আটক ১
সাতক্ষীরায় ৬ পিচ স্বর্ণের বার সহ নাসরিন নাহার (৩০) নামে এক নারীকে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে সাতক্ষীরার বাঁকাল চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া নাসরিন নাহার ভোমরা এলাকার ইমাম হোসেনের স্ত্রী। বুধবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।
তিনি জানান, বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলীপুর নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবির হাবিলদার শাহীন আহম্মেদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে নাসরিন নামে এক নারীকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী করে ৬টি স্বর্ণের বার, নগদ ১৩ হাজার এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ছিয়াত্তর লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত সাইত্রিশ টাকা। জব্দকৃত স্বর্ণের বার ও নগদ টাকা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com