ঢাকা, ০১ জুলাই, ২০২৫
সবার কথা ডেস্ক :
প্রকাশিত : ০৭:১৩ এএম, ২৬ জুন ২০২৫
Digital Solutions Ltd

ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন জানালেন খামেনি

প্রকাশিত : ০৭:১৩ এএম, ২৬ জুন ২০২৫

ছবি : সংগৃহীত।

সবার কথা ডেস্ক :

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিজয়ের জন্য অভিনন্দন জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন। খবর আলজাজিরার।

 

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) খামেনির অ্যাকাউন্ট থেকে  এ অভিনন্দন জানানো হয়। 

পোস্টে খামেনি বলেন, ‘আমি ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন জানাই।’

এর আগে খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়, তিনি শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভিডিও বার্তাটি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হবে।

গত ১৩ জুন ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর খামেনি জনসমক্ষে আসেননি। নিরাপত্তার স্বার্থে তিনি গোপন স্থানে চলে যান বলে জানা গেছে। গত ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও এর দুই দিন কেটে গেলেও খামেনির কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

 

এই পরিস্থিতিতে খামেনির ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। খামেরিন বক্তব্যে সংঘাতের ভবিষ্যৎ, যুদ্ধবিরতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচীসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নতুন কোনো দিকনির্দেশনা আসে কিনা, তা দেখার অপেক্ষায় রয়েছে ইরান ও আন্তর্জাতিক মহল।

 

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী শিরোনাম তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে প্রবেশ পথে ময়লার ভাগাড়।  পরিবেশ দুষিত।  শিরোনাম লালমোহন জুলাই আগস্ট শহীদ সাকিব এর পরিবারের উপরে হামলার অভিযোগ  শিরোনাম ভোক্তা অধিকার সংরক্ষণে বাকৃবিতে সচেতনতামূলক সেমিনার শিরোনাম মুরাদনগরে ধর্ষণ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ শিরোনাম বেরোবিতে নিয়োগ জালিয়াতি, আওয়ামী পন্থী  শিক্ষকের বিরুদ্ধে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি