নয়ন ইসলাম মানজারের পাঠানো ছবি
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ ও নিন্মআয়ের জনগণ।
পটুয়াখালীর কলাপাড়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল (৫ জুলাই) সকাল ৬টা থেকে আজ (৬ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর এখন উত্তাল। সাগরে তৈরি হচ্ছে ছোট-বড় ঢেউ, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস।
এ অবস্থায় পটুয়াখালীর পায়রাসহ দেশের সকল সমুদ্রবন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্রে থাকা সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সাথে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া পটুয়াখালী, বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তাই এসব নদীবন্দরকে আজ দুপুর ১টা পর্যন্ত ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com