ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, “জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমাদের মূল লক্ষ্য ছিল সব রাজনৈতিক দলকে একত্রিত করে অতীতের ঘটনা স্মরণ করা। এর মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি দৃশ্যমান ঐক্য গড়ে তোলার চেষ্টা ছিল আমাদের।”
বুধবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে ড. ইউনূস আরও বলেন, “মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যকে আরও সুসংহত করতে হবে। তা না হলে পরাজিত শক্তি এটাকে দুর্বলতা হিসেবে দেখবে এবং ষড়যন্ত্রে লিপ্ত হবে।”
বৈঠকে অংশগ্রহণ করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদের নুরুল হক নুর, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স ও গণফোরামের মিজানুর রহমান।
বৈঠকে উপস্থিত নেতারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।
তারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কার, ন্যায়বিচার ও অবাধ নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত থাকবে। সেই সঙ্গে আগামী নির্বাচনের প্রাক্কালে নিয়মিত সর্বদলীয় সভার আয়োজনেরও আহ্বান জানান নেতৃবৃন্দ।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com