ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫
জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :
প্রকাশিত : ০৭:৫২ এএম, ০২ আগস্ট ২০২৫
Digital Solutions Ltd

হে আল্লাহ, রাজনীতি নামক অভিশাপ থেকে মাতৃভূমিকে রক্ষা করো: শবনম ফারিয়া

প্রকাশিত : ০৭:৫২ এএম, ০২ আগস্ট ২০২৫

শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা, নেটিজেনের কটাক্ষে জবাব

জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব। অভিনয়ে নিয়মিত না থাকলেও দেশের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে প্রায়ই মত প্রকাশ করতে দেখা যায় তাকে। সম্প্রতি দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে একটি ফেসবুক পোস্টে নিজের হতাশা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ফারিয়া লেখেন,
“এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো জানি না! এক পার্টির বড়রা টাকা মেরে ভেগেছে। ছোটরা অনলাইনে (প্রকাশযোগ্য নয়) লিখে সেই শোক কমায়। আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!”

তিনি আরও লিখেন,
“মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে—‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ আর অন্য পক্ষ বলে—‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!’”

পোস্টের শেষে দেশ ছাড়ার বাস্তবতা ও হতাশা প্রকাশ করে লেখেন,
“এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এ অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।”

তার এই পোস্টে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার বক্তব্যকে সাহসিকতা হিসেবে দেখলেও, কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি।

একজন নেটিজেন মন্তব্যে লেখেন,
“এটাই তো চেয়েছিলেন আপনারা। সুন্দর একটা দেশকে পানিতে নামিয়ে এখন নাটক করেন। ও আপনি তো নাটকেরই লোক, আপনাদের দ্বারা মানায়। চালিয়ে যান। এখন আমাদের সামনের পথ ক্লিয়ার। চোখে শুধু ধান্ধা দেখি।”

এই মন্তব্যের জবাবে ফারিয়া বলেন,
“আপনাদের বড়দের চুরি-চোট্টামি একটু কম করলে, আর জুলাইয়ে পোলাপানদের গুলি না করলে আমাদের এত কিছু করতে হতো না!”

উল্লেখ্য, শবনম ফারিয়া পূর্বেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন। জুলাই মাসের ছাত্র আন্দোলনেও তার অবস্থান ছিল দৃশ্যমান।

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ক্ষমতা হস্তান্তরই উপদেষ্টাদের দায়মুক্তি সম্ভব নয় শিরোনাম নাগরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি মন্দিরে শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণে আইপি ক্যামেরা বিতরণ শিরোনাম আমতলীতে রোপন কৃত আমন ধানের চাড়া নস্ট করায় শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। শিরোনাম জিডি"র ৬২ দিনেও ফোন উদ্ধার হয়নি এনামুল হকে"র শিরোনাম সুবর্ণচ চরবাটা বাঁশখালী সুইজ গেইট জামে মসজিদ কেন্দ্রের প্রাক-প্রাথমিকের এর শিক্ষকের অবৈধভাবে নিয়োগ নেয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে শিরোনাম বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত!