ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
কাজী মাহমুদুল হাসান নাটোর প্রতিনিধি :
প্রকাশিত : ০২:০৮ এএম, ০৪ আগস্ট ২০২৫
Digital Solutions Ltd

৩৬ জুলাই গণঅভ্যুত্থান না হলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না: দুলু

প্রকাশিত : ০২:০৮ এএম, ০৪ আগস্ট ২০২৫

কাজী মাহমুদুল হাসানের পাঠানো ছবি

কাজী মাহমুদুল হাসান নাটোর প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান না হলে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে, সভা-সমাবেশ করতে পারতাম না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দেশের মানুষের মতপ্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন মত প্রকাশ করলেই মানুষকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হতো।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ আজ মত প্রকাশ, সভা-সমাবেশ এবং স্বাধীনভাবে চলাচলের অধিকার ফিরে পেয়েছে। ৫ আগস্ট তাই জাতির ইতিহাসে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিরস্থায়ী হয়ে থাকবে। প্রতি বছর যথাযথ মর্যাদায় এ দিনটি পালন করা হবে।”

শুক্রবার (১ আগস্ট) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর কলেজ মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু অভিযোগ করেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা বর্তমানে ভারতে বসে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণের ষড়যন্ত্রে লিপ্ত। তাই বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলসহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মাটিতে আওয়ামী লীগকে আর কখনো ক্ষমতায় ফিরতে দেওয়া যাবে না।”

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন নিজ মুখে স্বীকার করেছিলেন যে তিনি ভারতের জন্য এমন উপকার করেছেন যা তারা কোনোদিন ভুলবে না। “ভবিষ্যতে সুযোগ পেলে তিনি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চাইবেন,” বলেন দুলু। তিনি জনগণকে সতর্ক করে বলেন, সাড়ে ১৫ বছর বিনা ভোটে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ ভিন্নমতের মানুষের ওপর যে নিপীড়ন চালিয়েছে তা ভুলে গেলে চলবে না।

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোজাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার শিরোনাম গণ-অভ্যুত্থানের পর শ্রীলঙ্কার ক্ষমতা নেওয়া রনিল গ্রেপ্তার শিরোনাম উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত শিরোনাম উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে ল্যাম্পপোস্টের তার চুরি শিরোনাম এবার আমি একটারেও ছাড়ব না: হাসিনা শিরোনাম চট্টগ্রামের চন্দ্রনাথে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হয়নি: উপজেলা প্রশাসন