ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
কাজী মাহমুদুল হাসান নাটোর প্রতিনিধি :
প্রকাশিত : ০৩:১৮ এএম, ০৯ আগস্ট ২০২৫
Digital Solutions Ltd

নাটোর-২ আসনে এমপি পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা

প্রকাশিত : ০৩:১৮ এএম, ০৯ আগস্ট ২০২৫

কাজী মাহমুদুল হাসানের পাঠানো ছবি

কাজী মাহমুদুল হাসান নাটোর প্রতিনিধি :

নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নে গণসংযোগ, মতবিনিময় ও পথসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এবং নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে এমপি পদপ্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী। তিনি দিনভর হালসা ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে ঘুরে সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

বিশেষ করে হালসা বিল এলাকায় কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি। কৃষকরা অভিযোগ করেন—তারা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না, সারের দাম অনেক বেশি এবং কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। এসব সমস্যার প্রতিকারে প্রতিশ্রুতি দিয়ে ইউনুস আলী বলেন, "আমরা যদি রাষ্ট্রক্ষমতায় যেতে পারি, ইনশাআল্লাহ এসব সমস্যার স্থায়ী সমাধান করব। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কুরআনের বাংলাদেশ—এখানে কোনো ফ্যাসিবাদের জায়গা থাকবে না।"

ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। তিনি বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ব্যবসায়ীদের পাশে ছিল, আছে এবং থাকবে। ব্যবসায়ীদের চাঁদাবাজ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।"

সভায় অন্য বক্তারাও বলেন, "আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া দেশে প্রকৃত পরিবর্তন আসবে না। চাঁদাবাজি রোধ করতে হলে সৎ নেতৃত্ব ও ইসলামি মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে।"

অধ্যাপক ইউনুস আলী আরও বলেন, "৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের দিন। সে সময় ছাত্রদের মূল স্লোগান ছিল—‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবার’, এবং ‘দিল্লি নয়, ঢাকার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে’। সেই রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের প্রয়োজন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ফ্যাসিবাদের বিচার এবং স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা।"

তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা মাওলানা আফতাব উদ্দিন, নাটোর সদর যুব জামায়াতের সভাপতি মীর সাজেদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, হালসা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম খলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার শিরোনাম গণ-অভ্যুত্থানের পর শ্রীলঙ্কার ক্ষমতা নেওয়া রনিল গ্রেপ্তার শিরোনাম উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত শিরোনাম উদ্বোধনের পরদিনই ৯২৫ কোটি টাকার সেতু থেকে ল্যাম্পপোস্টের তার চুরি শিরোনাম এবার আমি একটারেও ছাড়ব না: হাসিনা শিরোনাম চট্টগ্রামের চন্দ্রনাথে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হয়নি: উপজেলা প্রশাসন