ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১২ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

আওয়ামী সন্ত্রাসীরা দেশে টার্গেট কিলিং শুরু করেছে : রাশেদ খান

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১২ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এক আনন্দ সভায় তিনি এই দাবি তোলেন।

রাশেদ খান অভিযোগ করে বলেন, “আওয়ামী সন্ত্রাসীরা দেশে টার্গেট কিলিং শুরু করেছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যাচ্ছে না।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে থাকার কোনো বৈধতা থাকবে না।

হাদির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন,
“হাদি আমাদের সহযোদ্ধা। আমরা একসঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কাজ করেছি। আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে জীবন-মৃত্যুর লড়াই করছেন।”

তার দাবি, আওয়ামী লীগ ও ভারতের ‘চক্রান্তে’ ফ্যাসিবাদবিরোধী নেতাদের বিরুদ্ধে টার্গেটেড হামলা শুরু হয়েছে।

রাশেদ খান বলেন,
“গতকাল তফসিল ঘোষণা হলো, আর আজই একটি বৈধ প্রার্থীকে গুলি করা হলো। আমরা এই বর্বর হামলার নিন্দা জানাই এবং দ্রুত দায়ীদের গ্রেপ্তারের দাবি করছি। সরকারের ব্যর্থতায় এখনো নিরাপদ নির্বাচনি পরিবেশ তৈরি হয়নি, বরং জুলাই যোদ্ধারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

তার মতে, জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের হত্যা করে নির্বাচন ব্যাহত করার পরিকল্পনা চলছে। তিনি অভিযোগ করেন,

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com