ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:০৫ এএম, ১২ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১০:০৫ এএম, ১২ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, নির্বাচনি পরিবেশে এমন সহিংসতা “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার জন্য এটি একটি দুঃখজনক উদাহরণ। আহত হাদির উন্নত ও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত গভীর তদন্ত চালিয়ে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করার ব্যাপারে স্পষ্ট নির্দেশ দেন। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা ছিল কি না—তা খতিয়ে দেখতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

তার ভাষায়—
“নির্বাচনকে বিপর্যস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। নাগরিকদের নিরাপত্তা ও প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

তিনি সব রাজনৈতিক দল, কর্মী-সমর্থক ও সাধারণ নাগরিকদের শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, হাদির বাম কানের নিচে গুলি লেগেছে এবং তার অবস্থা অত্যন্ত সংকটজনক।
ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমদ বলেন—
“ওসমান হাদি বর্তমানে কোমায় আছেন। তার মাথায় গুলি লেগেছে এবং অবস্থা ভয়ানক গুরুতর।”

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন,
“প্রাথমিকভাবে আমরা জেনেছি তিনি রিকশায় ছিলেন। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কাছাকাছি গিয়ে গুলি ছুড়ে পালিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এর আগে গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওসমান হাদি দাবি করেছিলেন, বিদেশি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন,
১৮০ মিনিটে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও বার্তা পেয়ে তিনি ও তার পরিবার হত্যাচেষ্টা, নির্যাতনের হুমকি পেয়েছেন।

তার পোস্টে আরও উল্লেখ ছিল—

  • তাকে নজরদারিতে রাখা হচ্ছে,

  • তার বাড়িতে আগুন দেওয়া হতে পারে,

  • তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে—এমন দাবি তিনি করেন।

তিনি আরও লেখেন যে, রাজনৈতিক সংগ্রাম থেকে তাকে সরিয়ে দিতে হামলার হুমকি দেওয়া হলেও তিনি তার “লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প” থেকে সরে আসবেন না।

পোস্টের শেষাংশে তিনি নিজের পরিবার, সহযোদ্ধা ও রাজনৈতিক অবস্থানের প্রতি অটল থাকার কথা উল্লেখ করেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com