ছবি : সংগৃহীত।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনাকে দেশের শান্তিশৃঙ্খলা ও অস্তিত্বের ওপর “গুরুতর আঘাত” হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে তিনি ভার্চুয়ালি যোগ দিয়ে এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন,
“শরীফ ওসমান হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ নয়; এটি দেশের স্বাধীনতা, স্থিতিশীলতা ও শান্তি-শৃঙ্খলাকে বিপন্ন করার ঔদ্ধত্যপূর্ণ প্রচেষ্টা।”
তিনি আরও বলেন, এর আগেও বিএনপির একজন প্রার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল।
“গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেক নাগরিকের উচিত এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন,
“দেশ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত এক বছর ধরে একটি রাজনৈতিক দল প্রকাশ্যে হুমকি দিয়ে আসছে—এই দেশে নির্বাচন হতে দেওয়া হবে না।”
তার দাবি, একটি গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্ট করতে মাঠে নেমেছে।
“ওসমান হাদিকে গুলি করা সেই পরিকল্পনারই সুস্পষ্ট প্রমাণ।”
তারেক রহমান গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী সব রাজনৈতিক দল, ব্যক্তি ও সাধারণ মানুষকে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন—
“কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে সতর্ক থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি প্রশাসন ও তদন্ত সংস্থাকে হামলাকারীদের শনাক্ত করতে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
বক্তৃতার সমাপনী বক্তব্যে তিনি বলেন—
“অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যে কোনো মূল্যে দেশের মানুষের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।”
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com