ছবি : সংগৃহীত।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের অবহিত করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এই পরিচালক জানান, হাদির চলমান অস্ত্রোপচার প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে, তবে সার্জনরা তার মাথায় কোনো গুলি খুঁজে পাননি। তাদের ধারণা, গুলিটি মাথা ভেদ করে বের হয়ে গেছে।
পরিচালক আরও জানান, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে।
এর আগে, শুক্রবার দুপুরে বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুজন অস্ত্রধারী ওসমান বিন হাদির ওপর গুলি চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে—হাদি ও তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি রিকশাযোগে যাওয়ার সময় হামলাকারীরা কাছে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়। ঘটনার বিশদ তথ্য সংগ্রহে পুলিশ একাধিক টিম মাঠে নেমেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও বিস্তৃত তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচন, স্থান থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের তথ্য গ্রহণ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের জন্য তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার কথা বলেছেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com