ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১১:৩৯ এএম, ১০ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

প্রকাশিত : ১১:৩৯ এএম, ১০ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া, সমবায় ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার কার্যালয় তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। আজ সন্ধ্যা সোয়া ছয়টায় যমুনায় ডাকা সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করলে আসিফ মাহমুদ বলেন, “এটা আমার বলার এখতিয়ার নেই, সেটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়ে দেওয়া হবে। একটু অপেক্ষা করতে হবে।” তবে তিনি নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন, যদিও কোন দল বা কোন আসন থেকে নির্বাচন করবেন, সে বিষয়ে স্পষ্ট করেননি।
সম্প্রতি তিনি কুমিল্লা থেকে পরিবর্তন করে ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি ঢাকাতেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। প্রথমে শ্রম উপদেষ্টার দায়িত্ব পেলেও পরে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।

অন্যদিকে, মাহফুজ আলম প্রথমে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। পরে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান মাহফুজ। আজ তিনিও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সন্ধ্যার সংবাদ সম্মেলনে দুই উপদেষ্টার পদত্যাগ এবং তাদের দায়িত্বভার নিয়ে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com