ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:০৭ এএম, ১১ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

একাত্তর প্রজন্ম ছিল ‘নিকৃষ্টতম প্রজন্ম’: কাজী মোহাম্মদ ইব্রাহিম

প্রকাশিত : ০১:০৭ এএম, ১১ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

একাত্তর প্রজন্মকে ‘নিকৃষ্টতম প্রজন্ম’ আখ্যা দিয়ে রীতিমতো বিতর্কের জন্ম দিয়েছেন ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ১৯৭১ নিয়ে তীব্র মন্তব্য করতে শোনা যায়, যা নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার পাশাপাশি সমালোচনার ঝড় তুলেছে।

ভিডিওতে ইব্রাহিম বলেন, “একাত্তর প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। তাদের নেতা মিথ্যুক, কর্মী মিথ্যুক, সমর্থক মিথ্যুক। এদের যুদ্ধ মিথ্যা, স্বাধীনতা মিথ্যা—সবই মিথ্যা।” এই মন্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ভিডিওতে তিনি আরও দাবি করেন যে, পাকিস্তান রাষ্ট্র গঠনে ‘৬০ ভাগ ভূমিকা ছিল বাংলাদেশিদের’, আর পাঞ্জাবী-পাঠানরা করেছে ৪০ ভাগ। তার ভাষ্য অনুযায়ী, শেরে বাংলা এ.কে. ফজলুল হক, শেখ মুজিবুর রহমানসহ অনেক বাংলার নেতাই পাকিস্তান আন্দোলনে যুক্ত ছিলেন। ইব্রাহিম প্রশ্ন তোলেন, “সেটা কি স্বাধীন রাষ্ট্র ছিল না?”

আলোচিত বক্তা আরও বলেন, “তুমি তো জোহর পড়ছোই, আবার জোহরের নিয়ত পড়—এটা শয়তানি না?” এর পর তিনি ১৯৭১-কে উল্লেখ করে বলেন, “৪৭-এ স্বাধীন হইলা, ৭১ পুরোটা ছিল ভারতীয় চক্রান্ত। আগরতলা ষড়যন্ত্র মামলা সঠিক মামলা। এই জাতিকে খুন করেছে ভারত আর আওয়ামী লীগ মিলে।” তিনি আরও দাবি করেন, পিলখানা বিদ্রোহও একই চক্রান্তের ধারাবাহিকতা।

এক পর্যায়ে তিনি ভারতের ঘনিষ্ঠদের ‘বাংলাদেশের শত্রু’ আখ্যা দিয়ে বলেন, “যেগুলো ভারতের বন্ধু—এগুলো বাংলাদেশের শত্রু। ড. ইউনূসসহ যারা ভারত বন্ধু—তারা বাংলাদেশের জঘন্য শত্রু। বিচার করেন। বিচার হলে আমরা অবস্থান বদলাবো। কোনো ভারত বন্ধুকে দেশের কোথাও চেয়ারে রাখবো না ইনশাআল্লাহ।”

সামাজিক মাধ্যমে আলোচনার পাশাপাশি তার আরও কিছু ওয়াজের ভিডিও পাওয়া গেছে ইউটিউবে, যেখানে একই ধরনের বক্তব্য দিয়েছেন বলে ব্যবহারকারীরা মন্তব্য করছেন। তার এসব বক্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে এবং ইতিহাস বিকৃত করার অভিযোগও উঠেছে বিভিন্ন মহল থেকে।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com