ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৪১ এএম, ১১ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১২:৪১ এএম, ১১ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ট্রাম্প প্রশাসনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো তদন্ত শুরু করলে প্রতিষ্ঠানটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটন আফগানিস্তানে মার্কিন সেনাদের ভূমিকা এবং গাজা যুদ্ধের ঘটনায় ইসরাইলি নেতাদের বিরুদ্ধে তদন্ত বন্ধেরও দাবি তুলেছে।

ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আইসিসিকে তাদের প্রতিষ্ঠা দলিল সংশোধন করে যুক্তরাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে যে ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো মামলা বা তদন্ত করা হবে না। পাশাপাশি গাজা ইস্যুতে ইসরাইলি নেতৃত্বের বিরুদ্ধে চলমান উদ্যোগ বাতিল এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের আচরণ নিয়ে পুরোনো তদন্ত সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আইসিসিকে তাদের সার্বভৌমত্বে ‘হস্তক্ষেপকারী’ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে আসছে। এবার সেই অবস্থান আরও কঠোর করে আদালত ও তার কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন বলছে, তাদের দাবি না মানলে আরও আইসিসি কর্মকর্তাদের নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে, এমনকি চাইলে আদালতকেও সরাসরি লক্ষ্যবস্তু করা সম্ভব।

মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও এ নিয়ে উত্তেজনা বাড়ছে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন অভিযানে ৮০ জনের বেশি নিহত হওয়ার অভিযোগ এবং কয়েকটি ঘটনায় অতিরিক্ত বলপ্রয়োগে নিহতের সম্ভাবনা নিয়ে কংগ্রেস তদন্ত শুরু করতে পারে। ট্রাম্প প্রশাসনের আশঙ্কা, তার মেয়াদ শেষ হলে ২০২৯ সালে আইসিসি ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে পারে।

চলতি বছরেই আইসিসির ৯ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। নতুন নিষেধাজ্ঞা আরোপ হলে আদালতের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে—যার মধ্যে কর্মকর্তাদের পারিশ্রমিক প্রদান, আন্তর্জাতিক ব্যাংক লেনদেনসহ নানা বিষয়ই ঝুঁকিতে পড়তে পারে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আইসিসি যুক্তরাষ্ট্রের দাবি পূরণের পথ সহজ নয়। আদালতের রোম সংবিধি পরিবর্তন করতে হলে ১২৫ সদস্য রাষ্ট্রের দুই-তৃতীয়াংশের সম্মতি প্রয়োজন—যা বাস্তবে অত্যন্ত কঠিন।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com