ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৩৯ এএম, ১১ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

জনতার মতামতেই তৈরি হবে জামায়াতের নির্বাচনি ইশতেহার: ডা. শফিকুর রহমান

প্রকাশিত : ১২:৩৯ এএম, ১১ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার প্রণয়নে অনলাইনে জনমত নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দলটির আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই উদ্যোগের কথা জানান। তিনি বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই তৈরি হবে জামায়াতের নির্বাচনি ইশতেহার। এ জন্য ‘জনতার ইশতেহার’ শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সবার পরামর্শ সংগ্রহ করা হবে।

এর আগে একই দিনে এক নির্বাচনি প্রচারণায় জামায়াত আমির বলেন, সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা দেখতে চায় জামায়াতে ইসলামী। তিনি দাবি করেন, বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন না হলে দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শ্রমিক ও সম্পদশালী শ্রেণির মধ্যকার আকাশচুম্বী বৈষম্য দূর করাই হবে জামায়াতের অগ্রাধিকার।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “অনেকেই বলেন ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার করবেন। কিন্তু আমরা ক্ষমতায় গেলে তিন শর্তে তাদের নিয়েই জাতীয় সরকার করব।” তিনি দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের দৌরাত্ম্য বন্ধ করে জনগণের স্বস্তি ফিরিয়ে আনার ওপর জোর দেন। তার মতে, সমাজের সর্বস্তরে দুর্নীতির বিস্তার হওয়ায় মানুষের জীবন অস্থির হয়ে উঠেছে।

নির্বাচন ব্যবস্থার দুর্বলতাকে দেশের অপরাধ বৃদ্ধি ও অস্থিতিশীলতার অন্যতম কারণ উল্লেখ করে জামায়াত আমির বলেন, “সব অপরাধের যাত্রা শুরু হয় অপ-নির্বাচন থেকে। আগামী নির্বাচনে শতভাগ সুষ্ঠুতা নিশ্চিত করতে হবে যাতে প্রকৃত জনগণের প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারেন।”
তিনি আরও দাবি করেন, অনেকে নির্বাচনের আগে কুরআন–সুন্নাহবিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি দেন। তিনি তাদের উদ্দেশে বলেন, “ক্ষমতায় গেলে কুরআনের আইন প্রতিষ্ঠার ঘোষণা দিন—তখনই বোঝা যাবে কারা সত্যিকারের অঙ্গীকারবদ্ধ।”

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com