ছবি : সংগৃহীত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হাসপাতালে গিয়ে তিনি আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। এর আগে বিকাল ৪টার দিকে তাকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় হাসনাত লেখেন— “আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলেন,
“গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। মতাদর্শ যাই হোক, সহিংসতাকে সবাইকে একযোগে প্রত্যাখ্যান করতে হবে।”
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও গভীর উদ্বেগ প্রকাশ করে লেখেন,
“হাদির ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণেই এমন সহিংসতা গ্রহণযোগ্য নয়। দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।”
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২২ মিনিটে পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে হাদির ওপর হামলা হয়। তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, হাদিকে পথচারীরা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসে।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী বলেন, নির্বাচনী প্রচারণার সময় হাদি হামলার শিকার হন। প্রাথমিক তথ্যে জানা যায়, জুমার নামাজ শেষে বিজয়নগরের কালভার্ট রোডে প্রচারণা চালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়।
গত নভেম্বর মাসে দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে তিনি হত্যার হুমকি পেয়েছেন বলে ফেসবুকে দাবি করেছিলেন হাদি।
১৪ নভেম্বরের এক পোস্টে তিনি উল্লেখ করেন, “আমাকে নজরদারিতে রাখা হয়েছে… আমাকে ও আমার পরিবারকে হত্যার ও নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, তিন ঘণ্টায় অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে ভয়ভীতি ও হুমকিসূচক বার্তা পেয়েছিলেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com