ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:৩৩ এএম, ১২ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

ওসমান হাদি লাইফ সাপোর্টে: ঢাকা মেডিকেলের পরিচালকের দপ্তর

প্রকাশিত : ০৬:৩৩ এএম, ১২ ডিসেম্বর ২০২৫

ছবি : সংগৃহীত।

নিউজ ডেস্ক :

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। হাসপাতালের পরিচালক দপ্তর জানিয়েছে, তার অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ এবং মাথায় বিদ্ধ হওয়া গুলিটি এখনো অপসারণ করা সম্ভব হয়নি।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আগত দুই অপরিচিত ব্যক্তি হাদির ওপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি হাদিকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে।

ঘটনার সময় হাদির ঠিক পেছনে থাকা রিকশাযাত্রী মো. রাফি বলেন, “জুমার নামাজ শেষে হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে পৌঁছানোর মুহূর্তে মোটরসাইকেলে দুজন এসে হাদি ভাইয়ের দিকে গুলি করে পালিয়ে যায়।”

এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com