নয়ন ইসলাম মানজার পাঠানো ছবি
তিন দিকে নদী আর একদিকে সাগরে বেষ্টিত উপকূলীয় উপজেলা রাঙ্গাবালী। জেলা শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে হলেও সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এ উপজেলার মানুষের চিকিৎসা ব্যবস্থা নাজুক। ২০১২ সালে উপজেলা গঠিত হলেও এখনো চালু হয়নি স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে দেড় লাখের বেশি মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে। নানা সময়ে আন্দোলন হলেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি। প্রসূতি মায়ের মৃত্যুসহ নানা রোগে কষ্ট পাচ্ছে অনেকেই।
তবে ব্যতিক্রম হিসেবে এগিয়ে এসেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার সকাল ৯টায় উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির উদ্যোগে এবং নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্প।
ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী, পুরুষ ও শিশুসহ প্রায় সাত শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেন। সাধারণ রোগ থেকে শুরু করে জটিল রোগে আক্রান্ত রোগীদেরও পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা প্রদান করা হয়, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি এনে দেয়।
একজন নারী রোগী বলেন, “আমরা এমন এলাকায় বাস করি যেখানে ভালো ডাক্তার নেই, হাসপাতাল নেই। আজকে স্যাররা বিনামূল্যে ডাক্তার দেখিয়েছেন, ওষুধ দিয়েছেন—আমরা খুশি, তাদের জন্য দোয়া করি।”
আরেকজন নারী রোগী বলেন, “গরিব মানুষের কথা কেউ মনে রাখে না, কিন্তু আজকে স্যাররা আমাদের ভালো চিকিৎসা দিয়েছেন, আল্লাহ তাদের মঙ্গল করুন।”
একজন স্থানীয় মোটরসাইকেল চালক বলেন, “বিভিন্ন সময় রোগী নিয়ে যেতে হয়, তখন মানুষের চিকিৎসা বঞ্চনার কষ্ট দেখি। এখনও হাসপাতালে নির্মাণ হয়নি। নৌবাহিনীর এ ক্যাম্প কিছুটা স্বস্তি দিয়েছে।”
বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. নজরুল ইসলাম বলেন, “আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি এই এলাকার মানুষের জন্য। আশা করি দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীরা এর থেকে উপকৃত হবেন। তারা সামান্যতম উপকৃত হলেও আমাদের এই প্রচেষ্টা সফল হবে।” তিনি জানান, নৌবাহিনী দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকার নিরাপত্তার পাশাপাশি দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com