ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এমন সংকটময় চিকিৎসা পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার ডায়ালাইসিস চলছে। এমন সংকটময় পরিস্থিতি তার আগে কখনো হয়নি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। তার পরিবারকেও ধৈর্য ধারণের শক্তি দান করুন।”
এর আগে দুপুরে হাসপাতালের প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বর্তমানে তাকে বিদেশে নেয়ার সুযোগ নেই।
তিনি বলেন, “ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি তিনি গ্রহণ করতে পারছেন। তবে বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না—এ বিষয়ে মেডিকেল বোর্ডের পূর্ণাঙ্গ মতামত নেওয়া হচ্ছে। যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা আসবেন, তারাও দেখে মত দেবেন।”
চিকিৎসক দলের আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, চীনের বিশেষজ্ঞদের মূল দল মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছাবে। আর যুক্তরাজ্য থেকে চিকিৎসক টিম আসবে বুধবার (৩ ডিসেম্বর)।
গত ২৩ নভেম্বর সন্ধ্যায় বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে বারবার জানিয়ে আসছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির শীর্ষ নেতারা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com