ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫
কাজী মাহমুদুল হাসান, নাটোর :
প্রকাশিত : ০৫:৫০ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫
Digital Solutions Ltd

শেখ হাসিনার নির্দেশেই হাদিকে হত্যাচেষ্টার ঘটনা ঘটানো হয়েছে—দুলু

প্রকাশিত : ০৫:৫০ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

কাজী মাহমুদুল হাসান, নাটোর :

বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করে বলেছেন, শেখ হাসিনার নির্দেশেই শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনা ঘটানো হয়েছে। জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোর জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

দুলু বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও সহিংস ঘটনার আশঙ্কা রয়েছে। তিনি দলীয় নেতাকর্মীসহ সবাইকে সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণ নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে চায়। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করে সেই অগ্রযাত্রা ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও শহিদুল্লাহ সোহেল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com