ছবি : সংগৃহীত।
ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই ৫০ হাজার টন আতপ চাল আমদানির অনুমোদন
ভারতের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও পাল্টাপাল্টি বিক্ষোভ চললেও দেশটির কাছ থেকেই ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক শেষে তিনি বলেন, কূটনৈতিক সম্পর্কের নানা জটিলতা থাকলেও দেশের বাণিজ্যিক স্বার্থ বিবেচনায় ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। তার মতে, রাজনৈতিক বিষয় আর বাণিজ্যিক নীতিকে আলাদাভাবে দেখতে হবে।
অর্থ উপদেষ্টা আরও জানান, আন্তর্জাতিক বাজারে চালের দাম তুলনামূলক বেশি থাকলেও ভারতের কাছ থেকে আগের চেয়েও কম দামে আতপ চাল পাওয়া যাচ্ছে। ভিয়েতনাম থেকে চাল আমদানির তুলনায় ভারত থেকে আনলে প্রতি কেজিতে প্রায় ১০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে।
বৈঠকে রমজান মাসকে সামনে রেখে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্য আমদানির অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মরক্কো থেকে ৯০ হাজার টন টিএসপি সার এবং বিদেশি উৎস থেকে ১০ হাজার টন মসুর ডাল আমদানি করা হবে। পাশাপাশি সয়াবিন তেলের বিকল্প হিসেবে উল্লেখযোগ্য পরিমাণ রাইস ব্র্যান অয়েল আমদানির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার সম্পর্ক স্বাভাবিক রাখতে কাজ করছে এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি জানান, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গেও তার কথা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাষ্ট্রদূত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অর্থ উপদেষ্টা আরও মন্তব্য করেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। তবে কিছু ব্যক্তিগত বা বিচ্ছিন্ন নেতিবাচক বক্তব্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া বৈঠকে দেশের অভ্যন্তরীণ কয়েকটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভবন নির্মাণে ১০৫ কোটি টাকা বরাদ্দ এবং ময়মনসিংহ অঞ্চলে ১৯টি বিদ্যুৎ সাবস্টেশন স্থাপনের সিদ্ধান্ত রয়েছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণের অনুমোদনও দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সরকারের নির্ধারিত কঠোর সময়সীমার কারণে প্রকল্পটি দ্রুত শেষ করার নির্দেশ দেন অর্থ উপদেষ্টা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com