নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে ফেসবুকে দেওয়া ব্যারিস্টার ফুয়াদের পোস্ট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আর্থিক সহায়তা চেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
পোস্টে ব্যারিস্টার ফুয়াদ জানান, সীমিত সম্পদের মধ্যেই তিনি নির্বাচন পরিচালনা করতে চান এবং স্বচ্ছতার সঙ্গে ব্যয় নির্বাহে জনগণের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ মনে করেন। নির্বাচনী প্রচারণা, কর্মী ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মেটাতেই এই সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, রাজনীতিতে অর্থের অস্বাভাবিক প্রভাব কমাতে হলে জনগণের সরাসরি সম্পৃক্ততা জরুরি। সেই লক্ষ্যেই তিনি ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
ফেসবুক পোস্টে সহায়তা পাঠানোর পদ্ধতি সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, প্রাপ্ত অর্থের ব্যবহার স্বচ্ছভাবে প্রকাশ করা হবে।
রাজনৈতিক অঙ্গনে বিষয়টি ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে আধুনিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিবেচনা করছেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com