সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন এনসিপির সদস্য-সচিব আখতার হোসেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট ও আসন সমঝোতা নিয়ে আলোচনা এগোলেও, নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন—সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য-সচিব আখতার হোসেন।
রোববার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আখতার হোসেন জানান, এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য আসন্ন জাতীয় নির্বাচন, সরকার গঠনের বিষয় নিয়ে আলোচনা পরবর্তী সময়ে হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সঙ্গে জোটে এনসিপি ৩০টি আসন পেতে পারে—এমন গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আসন বণ্টন এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দুই দলের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতির পরও কেন জামায়াতের সঙ্গে জোটে যাওয়া হলো—এ প্রশ্নের উত্তরে আখতার হোসেন বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর রাজনৈতিক বাস্তবতা নতুন করে বিবেচনায় নিতে হয়েছে। পাশাপাশি জুলাই সনদ অনুযায়ী কাঙ্ক্ষিত সংস্কার এককভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় বলেই সমমনা রাজনৈতিক শক্তির সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জোট সরকার গঠনের সম্ভাবনা তৈরি হলে প্রধানমন্ত্রী কে হবেন—এমন প্রশ্নের উত্তরে এনসিপির সদস্য-সচিব বলেন, বিষয়টি নিয়েও আলোচনা চলছে। সব আলোচনা সম্পন্ন হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আপাতত নির্বাচনী প্রক্রিয়ায় সফলভাবে অংশ নেওয়াই তাদের অগ্রাধিকার বলে জানান তিনি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com