সংগৃহীত
কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তিনি আইনগতভাবে ঋণ খেলাপি হিসেবেই বিবেচিত থাকবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ সংক্রান্ত আদেশ দেন।
আদালতে রাষ্ট্রায়ত্ত প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার বিভূতি তরফদার। তিনি আদালতকে জানান, মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এখনও নিষ্পত্তি হয়নি এবং এ অবস্থায় তার নাম তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ নেই।
চেম্বার আদালতের আদেশের ফলে হাইকোর্টের আগের নির্দেশনা আপাতত কার্যকর থাকছে না। ফলে নির্বাচন কমিশনের কাছে দাখিল করা মনোনয়নপত্রের বৈধতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com