ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০২:৫২ এএম, ০৯ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

বরিশালে সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে বিপাকে ভোক্তারা, ঝুঁকছে ইলেকট্রিক চুলায়

প্রকাশিত : ০২:৫২ এএম, ০৯ জানুয়ারি ২০২৬

বরিশালের খুচরা বাজারে সিলিন্ডার গ্যাসের জন্য দীর্ঘ লাইন এবং চাহিদার তুলনায় সীমিত সরবরাহ

নিজস্ব প্রতিবেদক :

বরিশালে সিলিন্ডার গ্যাসের দামে অস্বাভাবিক বৃদ্ধি, ভোক্তারা ঝুঁকছেন ইলেকট্রিক চুলায়

বরিশালে হঠাৎ করে সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। বিভিন্ন দোকান ঘুরেও সরকারি নির্ধারিত দামে গ্যাস পাওয়া যাচ্ছে না। যেখানে সাধারণত প্রতি সিলিন্ডার ১,৩৫০ টাকায় বিক্রি হওয়ার কথা, সেখানে দাম উঠেছে ১,৫০০ থেকে ১,৬০০ টাকায়। ফলে অনেকেই বাধ্য হয়ে ইলেকট্রিক চুলা ব্যবহার করার দিকে ঝুঁকছেন।

বরিশালের খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বসুন্ধারা, যমুনা, গ্রিন নাভানা, ডেলটা, টোটালসহ বিভিন্ন কোম্পানির গ্যাস চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে না। দেশে ১৮টি গ্যাস কোম্পানির মধ্যে বর্তমানে মাত্র ছয়টি কোম্পানি বাজারে সরবরাহ দিচ্ছে, তা নিয়েও চাহিদার তুলনায় পরিমাণ কম।

বরিশাল নগরীর নতুন বাজার এলাকার সান গ্যাসের সিলিন্ডার পরিবেশক রবিউল আলম জানান, গ্যাস কোম্পানিগুলো বর্তমান চাহিদার ছয় ভাগের মাত্র এক ভাগ সরবরাহ করছে। প্রতি চার-পাঁচ দিনে তার দোকানের জন্য একটি ট্রাক সিলিন্ডার প্রয়োজন হলেও ঢাকায় গেলে কোম্পানি মাত্র ৭০-৭২টি সিলিন্ডার দিচ্ছে। ফলে ট্রাক ভাড়া যোগ করে তিনি প্রতি সিলিন্ডার ১,৪৫০ টাকায় পাইকারি বিক্রি করছেন। তিনি বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় বরিশালে সিলিন্ডার সংকট দেখা দিয়েছে।

অন্যদিকে খুচরা দোকানগুলোতে সিলিন্ডার বিক্রি হচ্ছে ১,৫৫০ থেকে ১,৬০০ টাকায়। তিন-চারটি দোকান ঘুরেও অনেকেই গ্যাস পাননি। হোটেল মালিক, চায়ের দোকানি ও বাসাবাড়ির ভোক্তারা প্রতিনিয়ত বিকল্প ব্যবস্থা করতে বাধ্য হচ্ছেন।

নগরীর কাউনিয়া এলাকার খুচরা গ্যাস বিক্রেতা বাবুল সরকার জানান, বরিশালে সংকট তীব্র আকার ধারণ করেছে। তিনি বলেন, “প্রতি সিলিন্ডার গ্যাস আমরা ১,৫৫০ টাকায় বিক্রি করছি। কিছু দোকান এক হাজার ছয়শো টাকায় বিক্রি করছে।”

হানিফ নামে আরেক খুচরা বিক্রেতা জানান, “সকাল থেকে অনেক গ্রাহক গ্যাস না পেয়ে ফিরে যাচ্ছেন। এর ফলে ভোক্তারা প্রতিদিনই হয়রানির শিকার হচ্ছেন।”

গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ও সরবরাহ সংকটের কারণে ইলেকট্রিক চুলার প্রতি ভোক্তাদের আগ্রহ বেড়েছে। নগরীর ইলেকট্রনিক্স দোকানগুলোতে জানা গেছে, গত এক সপ্তাহে ইলেকট্রিক চুলার বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিক্রেতা মামুন শেখ বলেন, “গত দু’দিনে চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে।”

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com