সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান তার দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ–এর সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই এই বিচ্ছেদের খবর সামনে আসায় ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের সাম্প্রতিক অনুপস্থিতি এবং নতুন গান প্রকাশ না করার বিষয়টি নিয়ে যখন ভক্তরা নানা প্রশ্ন তুলছিলেন, তখনই জানা যায়—এর আগেই তিনি দাম্পত্য জীবনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।তাহসান জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান। সেই সময় থেকেই তিনি ফেসবুক ও সংগীতচর্চা থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন।
তাহসানের ভাষায়,
“অস্ট্রেলিয়া ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক আর গান থেকে দূরে আছি।”
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। পেশাগতভাবে রোজা একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট।
বিয়ের পর সবকিছু স্বাভাবিক মনে হলেও কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তাহসানের দাবি অনুযায়ী, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন।
সম্প্রতি প্রথম বিবাহবার্ষিকীতে দুজনকে একসঙ্গে না দেখায় সামাজিক মাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তাহসান বলেন, অ্যানিভার্সারি উদ্যাপন নিয়ে যেসব খবর প্রকাশ হয়েছে, সেগুলো সত্য নয়।
ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে না চাইলেও পরিস্থিতির কারণে তাকে মুখ খুলতে হয়েছে বলে জানান এই তারকা। আপাতত তিনি বিস্তারিত কিছু জানাতে চান না।
বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন,
“সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনাটি সত্য। তবে বিস্তারিত কথা এখনই বলব না।”
নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথাও তুলে ধরেন তিনি। তাহসান জানান, দীর্ঘদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবেও ভালো নেই, তবে এর কারণ এখনই প্রকাশ করতে চান না।
বর্তমান সময় কাটছে কীভাবে—এমন প্রশ্নে তিনি বলেন, একা একা ভ্রমণ করছেন এবং বই পড়েই সময় পার করছেন। তাহসানের কথায়,
“এই সময়ে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী।”
শেষে তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন,
“দোয়া করবেন যেন এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি।”
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com