ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬
বাকৃবি প্রতিনিধি :
প্রকাশিত : ০৫:১৯ এএম, ১১ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

বাকৃবিতে উচ্চশিক্ষার মানোন্নয়নে বিএনকিউএফ বাস্তবায়ন কর্মশালা

প্রকাশিত : ০৫:১৯ এএম, ১১ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

বাকৃবি প্রতিনিধি :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উচ্চশিক্ষার মানোন্নয়ন ও জাতীয় যোগ্যতার কাঠামো বিন্যাস নিশ্চিত করার লক্ষ্যে "ওয়ার্কশপ অন অ্যাডাপটেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব বিএনকিউএফ" শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি)  সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) বিষয়ক কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির  উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।বাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ওই কর্মশালায় কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের ১২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মাসুম আহমাদ এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এম. আসাদুজ্জামান সরকার এর সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন, অধ্যাপক ড. মো: জুলফিকার রহমান এবং অধ্যাপক ড. মো: গোলাম মর্তুজা।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বিএনকিউএফ বাস্তবায়ন দেশের উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাকৃবির শিক্ষার মান বৃদ্ধির মাধ্যমে কৃষি শিক্ষায় এই বিশ্ববিদ্যালয় যেন শীর্ষস্থানে থাকে এবং কৃষি শিক্ষার ক্ষেত্রে  অন্যদেশ যেন বাকৃবিকে অনুসরণ করে সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত মানের প্রশংসা করে তাদের সম্মিলিত প্রচেষ্টা বকৃবিকে মানসম্মত উচ্চশিক্ষায় আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com