ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:২৭ এএম, ১১ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

ইরানে গণআন্দোলনের মধ্যেই খামেনির দেশ ছাড়ার গুজব, যা জানা গেল

প্রকাশিত : ০৬:২৭ এএম, ১১ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে টানা দুই সপ্তাহ ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা সরকার পতনের দাবিতে রাজপথে নেমেছেন। কোনো কোনো স্থানে বিক্ষোভকারীদের স্লোগানে উঠে আসছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধেও ক্ষোভ। পরিস্থিতি ক্রমেই সহিংস রূপ নেওয়ায় নিরাপত্তা বাহিনী ও আইআরজিসিকে চাপে পড়তে হচ্ছে।

এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে খামেনি দেশ ছাড়ার প্রস্তুতি নিতে পারেন। প্রতিবেদনে বলা হয়, ৮৬ বছর বয়সি ইরানি এই নেতা পরিবারের প্রায় ২০ জন ঘনিষ্ঠ সদস্যকে সঙ্গে নিয়ে বিদেশে পাড়ি জমাতে পারেন। সম্ভাব্য গন্তব্য হিসেবে রাশিয়ার রাজধানী মস্কোর কথাও উল্লেখ করা হয়। পাশাপাশি বিদেশে তার বিপুল সম্পদের কথাও প্রতিবেদনে দাবি করা হয়।

তবে এসব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারতের ইরানি দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস জানায়, খামেনির দেশত্যাগের খবর মিথ্যা ও বিভ্রান্তিকর। এনডিটিভির বরাতে বলা হয়, দূতাবাস এসব প্রতিবেদনকে ‘শত্রু রাষ্ট্রগুলোর ছড়ানো অপপ্রচার’ হিসেবে উল্লেখ করেছে।

দূতাবাস আরও জানায়, ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাত চলাকালেও আয়াতুল্লাহ খামেনি দেশ ত্যাগ করেননি। ফলে বর্তমান আন্দোলনের প্রেক্ষাপটে তার পালিয়ে যাওয়ার দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

এদিকে কোম শহরের ইসলামি চিন্তাবিদ মাওলানা জামির জাফরি বলেন, চলতি মাসের ৩ জানুয়ারি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে খামেনিকে দেখা গেছে, যা প্রমাণ করে তিনি সক্রিয়ভাবেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, “এই ধরনের প্রতিবেদনে নামহীন সূত্রের উল্লেখ থাকলেও কোনো দৃশ্যমান প্রমাণ নেই। যাচাই ছাড়া এমন খবর প্রকাশ গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।”

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com