ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:২৭ এএম, ১১ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

মুম্বাইয়ে অবৈধ অভিবাসী শনাক্তে এআই প্রযুক্তি ব্যবহার করবে মহারাষ্ট্র সরকার

প্রকাশিত : ০৮:২৭ এএম, ১১ জানুয়ারি ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে অবৈধ অভিবাসী চিহ্নিত ও বহিষ্কারের প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র সরকার। বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে একটি উন্নত এআইভিত্তিক টুল তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

সম্প্রতি ভারতের একটি টেলিভিশন টকশোতে দেওয়া সাক্ষাৎকারে ফড়নবিস জানান, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা জোরদার করা হচ্ছে। তিনি দাবি করেন, এরই মধ্যে মুম্বাই থেকে উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে এবং এই কার্যক্রম আরও কার্যকর করতেই এআই ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, আইআইটি বোম্বের কারিগরি সহায়তায় এই এআই টুলটি তৈরি করা হচ্ছে। বর্তমানে এটি প্রায় ৬০ শতাংশ পর্যন্ত নির্ভুলভাবে তথ্য বিশ্লেষণ করতে পারছে। আগামী চার মাসের মধ্যে এই প্রযুক্তির সক্ষমতা আরও বাড়িয়ে শতভাগ কার্যকারিতার লক্ষ্যে কাজ করছে সরকার।

ফড়নবিসের ভাষ্য অনুযায়ী, সরকারের পর্যবেক্ষণে একটি নির্দিষ্ট অনুপ্রবেশ প্যাটার্ন উঠে এসেছে। তিনি জানান, অবৈধ অভিবাসীরা প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করে ভুয়া নথিপত্র সংগ্রহ করে এবং পরবর্তীতে মুম্বাইসহ ভারতের বিভিন্ন বড় শহরে ছড়িয়ে পড়ে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করছে।

এ বিষয়ে বিদ্বেষমূলক রাজনীতির অভিযোগ নাকচ করে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, মুম্বাইয়ে বসবাসরত বৈধ অ-মারাঠি ভাষাভাষীদের কোনো ধরনের ঝুঁকি নেই। তিনি বলেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে।

এনডিএ সরকারের লক্ষ্য সম্পর্কে ফড়নবিস জানান, অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি মুম্বাইকে একটি পরিকল্পিত ও টেকসই মহানগর হিসেবে গড়ে তোলাই তাদের অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে যানজট নিরসন, গণপরিবহন উন্নয়ন এবং আধুনিক অবকাঠামো নির্মাণে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামাল দিতে শহরের ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ চলছে। এসব পরিবর্তনের মাধ্যমে মুম্বাইকে বিশ্বমানের বাসযোগ্য শহরে রূপান্তরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com