সংগৃহীত
বাংলাদেশসহ বিশ্বের অন্তত ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে নতুন করে ভিসা ইস্যু করা হবে না বলে জানানো হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। প্রাথমিকভাবে কয়েকটি দেশের নাম উল্লেখ করা হলেও পরবর্তীতে প্রতিবেদনে বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ভিসা যাচাই ও নিরাপত্তা সংক্রান্ত প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
ফক্স নিউজের হাতে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ নথি অনুযায়ী, সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে বিদ্যমান আইন অনুযায়ী ভিসা প্রত্যাখ্যানের নির্দেশনা দেওয়া হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের।
যেসব দেশ এই তালিকায় রয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগা ও বার্বুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, গুয়াতেমালা, ইরান, ইরাকসহ আরও বহু দেশ।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এসব দেশের নাগরিকদের জন্য অভিবাসন কার্যক্রম কার্যত স্থগিত থাকবে।
প্রতিবেদনে আরও বলা হয়, সোমালিয়ার বিষয়ে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে করদাতাদের অর্থে পরিচালিত সহায়তা কর্মসূচিতে বড় ধরনের জালিয়াতির অভিযোগ সামনে আসার পর দেশটি আলোচনায় আসে। ফেডারেল কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনায় জড়িতদের একটি বড় অংশ সোমালি নাগরিক অথবা সোমালি–আমেরিকান।
এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে বিশ্বের বিভিন্ন মার্কিন দূতাবাসে পাঠানো এক বার্তায় ‘পাবলিক চার্জ’ নীতির আওতায় ভিসা যাচাই আরও কঠোর করার নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই নীতিমালার অধীনে, ভবিষ্যতে যারা সরকারি ভাতা বা সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন বলে মনে করা হবে, তাদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন নির্দেশনায় আবেদনকারীর বয়স, শারীরিক অবস্থা, স্বাস্থ্যঝুঁকি, ইংরেজি ভাষায় দক্ষতা, আর্থিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার সম্ভাবনা—এসব বিষয় বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে। অতীতে সরকারি নগদ সহায়তা গ্রহণ বা দীর্ঘমেয়াদি চিকিৎসার ইতিহাস থাকলেও ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি হতে পারে।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, যুক্তরাষ্ট্রে প্রবেশ করে যারা সরকারি সহায়তা ও জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করতে পারে, তাদের অযোগ্য ঘোষণা করার আইনগত ক্ষমতা সরকারের বহুদিন ধরেই রয়েছে।
তিনি আরও জানান, কল্যাণমূলক কর্মসূচির ওপর নির্ভরশীল হতে পারে—এমন বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকাতেই সাময়িকভাবে এই ৭৫ দেশের নাগরিকদের অভিবাসন প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com