সংগৃহীত
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের এক আইনজীবী এ রিট আবেদনটি দায়ের করেন। রিটে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুণ্ঠনের ঘটনা ঘটেছে, যার বড় একটি অংশ এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র অবৈধভাবে সাধারণ মানুষের হাতে থাকলে নির্বাচনকালীন সময়ে সহিংসতা, ভয়ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবেদনকারী দাবি করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে আগে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার এবং অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি। তা না হলে ভোটারদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এবং নির্বাচনের পরিবেশ ব্যাহত হতে পারে।
রিটে আরও বলা হয়, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলো ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। কিন্তু অস্ত্র উদ্ধারের অগ্রগতি সন্তোষজনক না হলে সেই দায়িত্ব পালনে ব্যর্থতার প্রশ্ন ওঠে।
আবেদনটিতে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আগামী কয়েক দিনের মধ্যে রিটটির শুনানি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com