চাকরিতে বয়সসীমা ৩৫ দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান
আর্ন্তজাতিক মানদন্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সীমা নূন্যতম ৩৫ বছর করার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ সোমবার জেলা প্রশাসক আজারুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে সরকারি, বেসরকারি, আধা-সরকারি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিতসহ সকল স্তরে চাকরি প্রার্থীদের দাবির বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন তুলে ধরা হয়েছে।
বলা হয়েছে, চাকরিতে আবেদনের বয়সীমা কমপক্ষে ৩৫ বছর করা, তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণির চাকরিতে বয়সীমা ৪০ বছর করা, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা, আইসিটি সংশ্লিষ্ট চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা, বেসরকারিতে বয়সীমা উন্মুক্ত করা, গবেষক নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সুমন হোসেন, কৃষ্ণ কুমার রায়, শরীফ হোসেন, নাজমুল হুসাইন, অজয় কুমার দাস, অপূর্ব বিশ্বাস, সনজিৎ সরকার, আবু সাঈদ, বিজেন দাস, বাদলুর রহমান, আল-আমিন, কাজল ঘোষ, ওলিয়ার, আওয়াল আহম্মেদ, আজমাউল, প্রসেনজিৎ বিশ্বাস, আশিক, খাদিজা খাতুন, রাজিয়া সুলতানা এবং আমিরুল ইসলাম।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com