সংগ্রকৃত
চাঁদপুর শহরে অ্যান্ড স্টুডিও নামে প্রতিষ্ঠানের পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কারখানার বেশকিছু মালামালসহ সিঁড়ির অংশবিশেষ পুড়ে গেছে।
তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শহরের রেলওয়ে বায়তুল আমিন মসজিদের পাশে অ্যান্ড স্টুডিও নামে ওই শোরুমের তৃতীয় তলায় কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পাশের মসজিদসহ অসংখ্য স্থাপনা আগুনের হাত থেকে রক্ষা পায়। এরই মধ্যে বেশ কিছু মালামালসহ শোরুমের সিঁড়ির অংশবিশেষ পুড়ে গেছে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ আলম বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। সকালে শোরুমটি খোলার আগেই এ দুর্ঘটনা ঘটে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com