ঢাকা, ০৩ মে, ২০২৫
বাকৃবি প্রতিনিধি: :
প্রকাশিত : ০১:২৭ এএম, ০১ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

বাকৃবিতে বাঁধনের নতুন কমিটি: সভাপতি রনি, সম্পাদক পরাগ

প্রকাশিত : ০১:২৭ এএম, ০১ মার্চ ২০২৫

বাকৃবিতে বাঁধনের নতুন কমিটি: সভাপতি রনি, সম্পাদক পরাগ

বাকৃবি প্রতিনিধি: :

বাঁধনের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জোনাল পরিষদ ২০২৫-এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস সামাদ রনি, আর সাধারণ সম্পাদক হয়েছেন ইসতিয়াক আহম্মেদ পরাগ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর ২০২৪ অনুষ্ঠানে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

এসময় বাঁধন বাকৃবি জোনের সদ্যবিদায়ী সভাপতি সোয়েব মীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড.মো রুহুল আমিন। এছাড়া বাকৃবির ১৩ হল ইউনিট ও ১ টি হল পরিবারের প্রায় দুই শতাধিক বাঁধনকর্মী ছাড়াও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষক উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

নতুন ওই কমিটিতে নির্বাচিতদের মধ্যে অন্যান্যরা হলেন- কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে মো. লাফসান তালুকদার রামিন ও মো. জাহিদ হাসান, সহ-সভাপতি হিসেবে পাপন কর্মকার ও বিপাশা ঘোষ, সহ-সাধারণ সম্পাদক মো. আলিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের হোসেন তামিম, সহ-সাংগঠনিক সম্পাদক রেহেনুমা তাবাসুম, কোষাধ্যক্ষ হুরে জান্নাত বিনতে তফিক, দপ্তর সম্পাদক নাজিফা তাবাসসুম ইভা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শৈবাল সাহা রৌদ্র, তথ্য ও শিক্ষাবিষয়ক সম্পাদক আদিবা আফরিন, নির্বাহী সদস্য অনিমেষ সাহা বাপ্পী।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা বলেন, “বাঁধন শুধু একটি স্বেচ্ছাসেবী সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত এক উজ্জ্বল উদাহরণ। 'একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন'- এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনের কর্মীরা বছরের পর বছর বিনামূল্যে রক্তদান কার্যক্রম পরিচালনা করছে। তাদের এ মহৎ উদ্যোগ অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছে।”

তিনি আরো বলেন, “নতুন কমিটির কাছে আমার প্রত্যাশা, তারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এই মহান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। রক্তদানের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ করবে এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় বাধনের ইতিবাচক কার্যক্রমে সহায়তা করবে।”

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম শরীরে বোমা বেঁধে পাকিস্তানে হামলা চালাতে যাবেন ভারতের মন্ত্রী শিরোনাম কেনো পোপের পোশাকে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প? শিরোনাম দোয়ারাবাজারে যুবলীগ নেতার অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রতিবাদ, নিরব প্রশাসন শিরোনাম বাকৃবিতে পাঁচ আবাসিক হলের মিলনস্থলে অবস্থিত লেকে দৃষ্টিনন্দন ঘাটের উদ্বোধন শিরোনাম আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল  শিরোনাম প্রথমবারের মতো বাকৃবির শাহজালাল হলে জিমনেসিয়ামের উদ্বোধন