ছবি : সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের মীরাটের ব্রহ্মপুরি এলেকার বাসিন্দা ২২ বছরের বয়সী মোহাম্মদ আজিজ। তাঁর বিয়ে ঠিক হয়েছিল শামলি এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী মানতাশার সঙ্গে।
গত ৩১ শে মার্চ বিয়ার দিন ধার্য করা হয়। বিয়ার দিন কাজি যখন কনের নাম তাহিরা বলে ডাকদেন তখন হঠাৎ চমকে উঠেন বর। পরে কনের ঘোমটা উঠিয়ে দেখেন যে মানতাশার সঙ্গে নয়,তাঁর বিয়ে হয়েছে মানতাশার ৪৫ বছর বয়সী বিধবা মা তাহিরার সঙ্গে।
এ বিয়ে ঠিক করেছিলেন আজিমের ভাই নাদিম ও ভাবি সাইদা। আজিম এই প্রতারণার প্রতিবাদ করলে তাঁর ভাই ও ভাবি তাঁকে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।
পুলিশের কাছে অভিযোগে আজিম আরও বলেন, এ বিয়ের সময় ৫ লাখ টাকার লেনদেনও হয়েছিল।
তবে পরে ব্রহ্মপুরীর সার্কেল অফিসার সৌম্য আস্থানা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মীমাংসা হয়েছে। আজিম তাঁর অভিযোগ তুলে নিয়েছেন। তিনি এখন আর কোনো আইনি পদক্ষেপ নিতে চান না।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com