ঢাকা, ০৩ মে, ২০২৫
মানিক মিয়া :
প্রকাশিত : ০৭:৪৪ এএম, ২৭ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

ধর্ষণে ব্যর্থ হয়ে ২ শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

প্রকাশিত : ০৭:৪৪ এএম, ২৭ এপ্রিল ২০২৫

ছবি : সংগৃহীত

মানিক মিয়া :

বরগুনায় সদরে শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. ইলিয়াস পহলান (৩২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এ রায় দেন। 
দণ্ডপ্রাপ্ত ইলিয়াস পহলান বরগুনা সদর উপজেলার পূর্ব কেওয়াবুনিয়া নামক এলাকার বাসিন্দা আবুল হোসেন পহলানের ছেলে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি ইলিয়াস আদালতে উপস্থিত ছিলেন। 

মামলা এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী শ্যালিকা বরগুনা সদর উপজেলার রোডপাড়া নামক এলাকার বাসিন্দা। ২০২৩ সালের ৪ আগস্ট রাতে তিনি তার নিজ বাড়িতে ৩ বছর বয়সী কন্যা শিশু ও প্রতিবেশী গোলাম খবিরের ১৩ বছর বয়সী ছেলে হাফিজুলকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় রিগানের ভগ্নিপতি ইলিয়াস পহলান গোপনে তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।

ওই সময় তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি হলে শিশু তাইফা ও হাফিজুলের ঘুম ভেঙে যায়। পরে ধর্ষণে ব্যর্থ হয়ে দেশীয় ধারালো অস্ত্র (দা) দিয়ে শ্যালিকাসহ ওই দুই শিশুকে কুপিয়ে গুরুতর জখম করে ইলিয়াস। এতে ঘটনাস্থলেই নিহত হয় হাফিজুল। আর গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে মারা যায় তাইফা। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত ভুক্তভোগী শ্যালিকা দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হন। আর ঘটনার দিনই অভিযুক্ত একমাত্র আসামি ইলিয়াসকে গ্রেপ্তার করে বরগুনা থানা পুলিশ।

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি রনজুয়ারা সিপু বলেন, আসামি ইলিয়াস পহলানের ফাঁসির রায় দিয়েছেন আদালত। অল্প সময়ের ব্যবধানে এ মামলায় বিচারিক রায় এবং আসামির ফাঁসির রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এ রায়ের মাধ্যমে অপরাধীদের আইনের প্রতি শ্রদ্ধা বাড়বে এবং অপরাধ প্রবণতাও কমবে।

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম শরীরে বোমা বেঁধে পাকিস্তানে হামলা চালাতে যাবেন ভারতের মন্ত্রী শিরোনাম কেনো পোপের পোশাকে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প? শিরোনাম দোয়ারাবাজারে যুবলীগ নেতার অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রতিবাদ, নিরব প্রশাসন শিরোনাম বাকৃবিতে পাঁচ আবাসিক হলের মিলনস্থলে অবস্থিত লেকে দৃষ্টিনন্দন ঘাটের উদ্বোধন শিরোনাম আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল  শিরোনাম প্রথমবারের মতো বাকৃবির শাহজালাল হলে জিমনেসিয়ামের উদ্বোধন