গুপ্তধনের লোভ দেখিয়ে প্রবাসীর স্ত্রীর সর্বস্ব লুট, অতঃপর...
বগুড়ার ধুনটে তান্ত্রিক সেজে মৃত্যুর ফাঁদ থেকে বাঁচানো এবং গুপ্তধনের লোভ দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১৪ লাখ টাকা হাতিয়ে নেয়ায় সাথী বেগমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে তান্ত্রিক কাজে ব্যবহৃত তাবিজ-ঝাড়ফুঁক ও যাদু-টোনার বই এবং পাঁচটি নকল মূর্তি জব্দ করা হয়।
শনিবার (২৮ জুন) বিকেল ৩টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাথী বেগম গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীগতিপুর জামাইপাড়ার আনোয়ার হোসেন মোল্লার স্ত্রী। শনিবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে ক্ষতিগ্রস্ত প্রবাসীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার হোসেনপুর গ্রামের প্রবাসী সেলিম রেজার স্ত্রী খালেদা বেগম প্রায় ৬ মাস আগে বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য যান। সেখানে ভণ্ড তান্ত্রিক সাথী বেগম ও তার সহযোগী আনোয়ার মোল্লার সঙ্গে খালেদা বেগমের পরিচয় হয়। আনোয়ার মোল্লা গাজিপুরের কালিয়াকৈর উপজেলার আমগাছীতলা গ্রামের বাচ্চু মোল্লার ছেলে। পরিচয়ের সূত্রে ধরে ওই দুই ভণ্ড তান্ত্রিক খালেদা বেগমের বাড়িতে আসেন এবং তাকে ধর্ম বোন বানায়। প্রবাসীর বাড়িতে অবস্থানকালে নিজেদের কবিরাজ পরিচয় দিয়ে তান্ত্রিকদ্বয় খালেদার হস্তরেখা দেখে বলে যে, তোর ২ মেয়ে মারা যাবে। এই ফাঁদ থেকে বাঁচাতে পাঠা ও মোরগ বলিদানের কথা বলে খালেদার কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে চলে যায়।
এ ঘটনার পনের দিন পর ফের খালেদার বাড়িতে এসে গুপ্তধন পাইয়ে দেয়ার কথা বলে গরু, চাল ও মসলা কেনা বাবদ আরও ৫ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। এরপর থেকে বিভিন্ন সময়ে মসজিদ, মাজার এবং মৃত্যুর ভয় দেখিয়ে খালেদার কাছ থেকে তারা মোট ১৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে যায়।
তারই ধারাবাহিকতায় শুক্রবার সাথী বেগম প্রবাসীর বাড়িতে এসে ঘরের মেঝেতে আসন পেতে বসে মন্ত্রপাঠের মাধ্যমে ৫ লাখ টাকা দাবি করে। কিন্তু খালেদা টাকা দিতে অস্বীকার করলে ভণ্ড তান্ত্রিক সাথী বেগম বলে যে, তোরা ধ্বংস হয়ে যাবি, তোরা মারা যাবি, তোদের অমঙ্গল হবে- বলতে বলতে দৌড়ে পালানোর সময় বাড়ির লোকজন তাকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় সেলিম রেজা বাদী হয়ে সাথী বেগম ও আনোয়ার মোল্লার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরা অন্তর্দেশীয় প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com