কাল সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ
সিরিজ বাঁচানোর মিশনে আগামীকাল মাঠে নামছে টিম টাইগার্স৷দুইযুগ পর জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশের শঙ্কা বাংলাদেশের, তাও আবার ঘরের মাটিতে৷ সিলেট টেস্টে সফরকারীদের বিপক্ষে বোলিংয়ে পাস করলেও ব্যাটম্যানদের ব্যর্থতার কারণে ম্যাচ হেরে খাদের কিনায়ার শান্ত বাহিনী৷সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না দেশের ক্রিকেটের৷ প্রথম টেস্টে সাদমান, জয়দের সাথে ব্যাট হাতে ব্যর্থতায় অভিজ্ঞ মুশফিকুর রহিম, ভালো করতে পারেননি মমিনুল হকও৷ তাইতো শেষ টেস্টে অভিজ্ঞ ক্রিকেটারদের দিকে আশা করে থাকবে টাইগার সমর্থকরা৷ আলোচনা থাকবে আরো একজন ক্রিকেটার তিন বছর পর ঘরোয়া ক্রিকেটে রানের ঝড় তুলে আবারো জাতীয় দলে ফিরেছেন এনামুল হক বিজয়৷ যদিও ভিন্ন ফরমেটের খেলা৷
সাফল্য ক্ষুধায় পুরনো আক্রমণে ফিরে যেতে পারে বাংলাদেশ৷ সে ক্ষেত্রে বাড়তে পারে স্পিনার অভিষেক হতে পারে তানভীর ইসলামের৷
যদিও কোচ বলেছেন আমি ৫ পেসার খেলানোর পহ্মে।
সংবাদ সম্মেলনে এই ওয়েস্ট ইন্ডিয়ান বাংলাদেশি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে বলব, ধৈর্য ধরুন। আমি জানি, এখানে খেলাটার প্রতি এবং বাংলাদেশের ভালো করার ব্যাপারে আবেগটা কেমন। তবে আমি আপনাদের ধৈর্য ধরতে অনুরোধ করব। কারণ, আমরা ঠিক কাজটা করার চেষ্টা করছি, যাতে ভালো খেলতে পারি, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি।
সিরিজের শেষ টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে বন্দর নগরী চট্টগ্রামে। সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে, যার পর্বের নাম (সাবেক জহুর আহমেদ চৌধুরী) আগামীকাল সোমবার (২৮ এপ্রিল) মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com