ঢাকা, ০৩ মে, ২০২৫
আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ০১ মে ২০২৫
Digital Solutions Ltd

১৭ বছর পানি ঢেলেছে বিএনপি, ফল খাচ্ছেন আপনারা: মির্জা আব্বাস

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ০১ মে ২০২৫

১৭ বছর পানি ঢেলেছে বিএনপি, ফল খাচ্ছেন আপনারা: মির্জা আব্বাস

আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বিএনপি ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলে নরম করেছে। আর এখন আপনার এর ফল খাচ্ছেন। দুই দিনের আন্দোলনে ফ্যাসিস্টের পতন হয়নি। দুঃখ লাগে কিছু ছেলে যখন বলে, বিগত ১৭ বছর বিএনপি কী করেছে?’

বৃহস্পতিবার (১ মে) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। ‘মে দিবস’ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতারা। 

অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, ‘আমি কখনও সংস্কারের বিপক্ষে নই। আমিও সংস্কার চাই। কিন্তু আমাদের বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। অনেকে বলে, আমরা ১৭ বছরে কী করেছি।’

তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, ‘আমরা কী জেলে যাইনি? মঞ্চে থাকা এমন কোনও নেতা নেই, যারা একাধিকবার কারাগারে যাননি। আসলে তারা বিএনপিকে ক্রেডিট দিতে চাননি। খেয়াল রাখতে হবে, আমরা ফ্যাসিস্ট তাড়িয়ে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাই কিনা?’

মির্জা আব্বাস বলেন, ‘একেকজন একেক কথা বলছেন। কেউ কারও কথা মানছেন না। বিএনপি সবার পক্ষে কথা বলে যাচ্ছে। আমরা মনে করি, এই সময়ে অনৈক্য দেশকে শেষ করে দিতে পারে।’

 

রাখাইনে মানবিক করিডর প্রতিষ্ঠার উদ্যোগ প্রসঙ্গেও কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘মানবিক করিডোর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি হয়েছে। আমাদের কেউ রোহিঙ্গাদের জায়গা দেবো, কেউ প্রতিবেশীকে নদীর পানি দিয়ে দেবে, আবার এখন করিডোর দিতে হবে; কেন?’
 
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘রাজনৈতিক নেতৃত্বকে পাশ কাটিয়ে কোনও সিদ্ধান্ত জনগণ মানবে না।’

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ‘আওয়ামী লীগ খুনিদের দল, খুনিরা রাজনীতি করতে পারবে না’ শিরোনাম দুই কৃষককে ফেরত দেয়ার বিনিময়ে ভারতীয় ২ জনকে ছেড়ে দিল বিজিবি শিরোনাম ‘সরকার ব্যর্থ হলে জনতার আদালতে আ.লীগের বিচার নিশ্চিত করা হবে’ শিরোনাম প্রবাসে গিয়ে দেশে আসার অনিশ্চয়তায় দোয়ারাবাজারের আবু বকর ও তার স্ত্রীর শিরোনাম শেখ হাসিনা খুনি কিনা যারা প্রশ্ন করে, তারা সাংবাদিক নয়: নাহিদ ইসলাম শিরোনাম রায়পুরায় হামলার শিকার প্রাণ গেল  এসএসসি পরীক্ষার্থীর