ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫
আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ১২:২০ পিএম, ২৫ মে ২০২৫
Digital Solutions Ltd

Sobarkotha Online Newsprotal । 'সবারকথা অনলাইন নিউজ পোর্টাল' একটি নতুন দিগন্তের নাম বাংলাদেশি সংবাদ জগতে

প্রকাশিত : ১২:২০ পিএম, ২৫ মে ২০২৫

সবারকথা অনলাইন নিউজ পোর্টাল

আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :

বাংলাদেশে সংবাদ মাধ্যমের জগতে নতুন এক আলো ছড়িয়ে চলেছে “সবারকথা মাল্টিমিডিয়া ”। এটি শুধু একটি সংবাদ চ্যানেল নয়, বরং এটি একটি গণমানুষের কণ্ঠস্বর, একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, এবং বাংলাদেশের প্রতিটি মানুষের কথা বল

 
 

সবারকথা অনলাইন নিউজ পোর্টাল শুধু শহরের খবর প্রচার করে না, বরং প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত মানুষের কথাও তুলে ধরে। গ্রামের মানুষের দুর্দশা, প্রত্যাশা এবং সংগ্রামের চিত্র উঠে আসে এই চ্যানেলের মাধ্যমে। এটি দেশের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরার পাশাপাশি অসংগতি ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার।কোনো রাজনৈতিক দলের স্বার্থরক্ষার জন্য নয়,বরং সাধারণ মানুষের স্বার্থ রক্ষাই এ চ্যানেলের মূল নীতি।শবার কথা মাল্টিমিডিয়া বিশ্বাস করে—“সত্য বলাই সবচেয়ে বড় দায়িত্ব।” এই চ্যানেলের সাংবাদিকরা দিনরাত পরিশ্রম করে মাঠ পর্যায়ে কাজ করেন।তারা ঝুঁকি নিয়ে হলেও সংবাদ সংগ্রহে পিছপা হন না। কারণ, জনগণের কাছে নির্ভুল এবং সত্য তথ্য পৌঁছানোই তাঁদের অঙ্গীকার।

 

চ্যানেলটি সংবাদ পরিবেশনার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে।ভিডিও রিপোর্ট, লাইভ কভারেজ, ইনফোগ্রাফিক্স—সব কিছুই আছে এই চ্যানেলের কনটেন্টে।তাছাড়া ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মেও সক্রিয়ভাবে উপস্থিত আছে তারা।

 

“সবারকথা”র লক্ষ্য হল, দেশ-বিদেশের সব বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছানো।এই চ্যানেল জাতীয়, আন্তর্জাতিক, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি—সব ধরনের খবর কভার করে। প্রতি বিভাগেই রয়েছে দক্ষ রিপোর্টার, ক্যামেরাম্যান এবং সম্পাদকীয় টিম।

 

সবারকথা অনলাইন নিউজ পোর্টাল শুধু সংবাদ পরিবেশন করে না, বরং বিশ্লেষণ, মতামত এবং অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে চিন্তা ও মত প্রকাশের ক্ষেত্রও তৈরি করে।এটি গণতন্ত্র, মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচারের পক্ষেই অবস্থান নেয় সবসময়।এক কথায়, এটি একটি দায়িত্বশীল ও বিবেকবান সংবাদ মাধ্যম।

 

 সাংবাদিকতার মান ধরে রাখতে চ্যানেলটি নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।নতুন সাংবাদিকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। সিনিয়র সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা দিয়ে পরবর্তী প্রজন্মকে তৈরি করেন। ‘শিক্ষা এবং সততা’র সমন্বয়ে গড়ে ওঠে সবারকথা অনলাইন নিউজ পোর্টাল মাল্টিমিডিয়ার টিম। এখানে কোনো ভুয়া সংবাদ বা অপপ্রচারের সুযোগ নেই।

প্রতিটি খবর যাচাই-বাছাই করে, তথ্যপ্রমাণ সংগ্রহ করে তারপরই প্রচার করা হয়।এই পদ্ধতিগত দায়িত্ববোধই চ্যানেলটিকে আলাদা করে তোলে। বর্তমানে অনেক সংবাদ মাধ্যম বাণিজ্যিক স্বার্থে খবর পরিবেশন করে, কিন্তু সবারকথা অনলাইন নিউজ পোর্টাল সে পথে হাঁটে না।
 চ্যানেলটি মনে করে, সাংবাদিকতা একটি পবিত্র দায়িত্ব এবং তা বিশ্বস্ততার সঙ্গে পালন করতে হয়।

 

ফিচার বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com