ঢাকা, ০১ জুলাই, ২০২৫
মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত : ০২:৪৯ এএম, ২২ জুন ২০২৫
Digital Solutions Ltd

দাদাকে হত্যা ও নাতিকে বস্তাবন্দী করে গরু ডাকাতি, ৭ ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত : ০২:৪৯ এএম, ২২ জুন ২০২৫

সংগৃহীত ছবি

মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুরাদপুর এলাকার কাউলিয়ার চরে গরু চুরির সময় এক খামারি দাদাকে হত্যা ও নাতিকে বস্তাবন্দি করে পালিয়ে যাওয়া আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে একটি ষাড় গরুও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ জুন) রাতে সিরাজগঞ্জ জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানায়।

চাঞ্চল্যকর এই ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন। তার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান এবং জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন এর নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়। এসআই শারফুল ইসলাম ও এসআই নাজমুল হকসহ টিমের সদস্যরা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ডাকাত চক্রের অবস্থান শনাক্ত করে অভিযান চালান। অভিযান চালিয়ে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার হওয়া ডাকাতদের মধ্যে রয়েছেনঃ সিরাজগঞ্জের মোঃ ইউসুফ আলী (২৮) ও মোঃ আঃ মালেক (২৮), টাঙ্গাইল জেলার মোঃ শাহ আলম (৪০), মোঃ হাসান মন্ডল (২৫), মোঃ আমির হোসেন (৪৫), মোঃ শাহিদ ওরফে সাঈদ (৪১) এবং মোঃ ইসমাইল ব্যাপারী (৫৩)। তাদের কাছ থেকে একটি ষাড় গরু উদ্ধার করা হয়েছে।

 

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি করে থাকে। ঘটনার রাতে দুইটি নৌকায় ১৭-১৮ জন সদস্য নিয়ে তারা চরে যায়। সেখানে পৌঁছে ১১-১২ জন সদস্য ছাপড়ায় প্রবেশ করে ঘুমন্ত তারা মিয়া ও তার নাতিকে বেঁধে ফেলে। পরে তিনটি গরু নিয়ে পালিয়ে যায় এবং সেগুলো পুংলী ঘাটে বিক্রি করে মোট ১ লাখ ২৫ হাজার টাকা আদায় করে। ডাকাত দলের সদস্যরা পরবর্তীতে জন প্রতি ৫ হাজার টাকা করে ভাগ করে নেয় এবং যে যার মতো চলে যায়।

 

পরবর্তীতে গ্রেপ্তার হওয়া সাতজনই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশের এই সফল অভিযান এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, ঘটনার পর থেকেই আমরা ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে আসছিলাম৷ অবশেষে তাদের গ্রেপ্তার করা হয়েছে৷ পাশাপাশি তারা আদালতে জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, ঘটনাটি ঘটে গত ২০ মে গভীর রাতে। ওইদিন বিকালে খাষকাউলিয়ার তারা মিয়া (৬৫) ও তার নাতি ইব্রাহিম খলিল (১৮) গরু দেখাশোনার উদ্দেশ্যে রাতের খাবারসহ কাউলিয়ার চরের ছাপড়া ঘরে যান। রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ সেখানে হানা দেয়। তারা দুইজনের হাত, পা, মুখ বেঁধে রেখে ঘরে থাকা দুটি ষাড় ও একটি গাভী নিয়ে পালিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর ইব্রাহিম নিজে বাঁধন খুলে পাশের অস্থায়ী বসবাসকারীদের ডেকে আনেন। তারা এসে দেখতে পান তারা মিয়াকে বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়েছে এবং তিনি নিস্তেজ অবস্থায় পড়ে আছেন। মুখের গামছা সরিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পাওয়ায় ধারণা করা হয়, ডাকাতরা তাকে শ্বাসরোধে হত্যা করে গরু লুট করে পালিয়েছে। এ ঘটনায় পরদিন চৌহালী থানায় একটি হত্যা ও ডাকাতির মামলা দায়ের করা হয়।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী শিরোনাম তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে প্রবেশ পথে ময়লার ভাগাড়।  পরিবেশ দুষিত।  শিরোনাম লালমোহন জুলাই আগস্ট শহীদ সাকিব এর পরিবারের উপরে হামলার অভিযোগ  শিরোনাম ভোক্তা অধিকার সংরক্ষণে বাকৃবিতে সচেতনতামূলক সেমিনার শিরোনাম মুরাদনগরে ধর্ষণ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ শিরোনাম বেরোবিতে নিয়োগ জালিয়াতি, আওয়ামী পন্থী  শিক্ষকের বিরুদ্ধে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি