কুড়িগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন
কুড়িগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
শুক্রবার (২৭ জুন) বিকেল ৩টায় জেলা সদরের হরিকেশ এলাকার ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস পাড়ার ইসকন মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রথযাত্রায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নারী-পুরুষসহ প্রায় সাত হাজারের বেশি ভক্ত অংশ নেন।
শোভাযাত্রায় ছিল ধর্মীয় গান, কীর্তন, উলুধ্বনি, ঢাক-ঢোলের শব্দ ও রঙিন সাজসজ্জায় সজ্জিত রথ। পথের দুই পাশে উৎসুক জনতা দাঁড়িয়ে থেকে উপভোগ করেন শোভাযাত্রাটি।
উৎসবে অংশ নিতে চিলমারী থেকে আসা তরুণ ভক্ত সুমন চক্রবর্তী বলেন,
"প্রতিবছর এই দিনে আমরা রথযাত্রায় অংশ নিই। এবারের আয়োজন ছিল অনেক বড়, লোকসমাগমও ছিল চোখে পড়ার মতো। রথ টেনে নিয়ে যাওয়ার সময় মনে হয়েছে, যেন জগন্নাথ দেবকে নিজের হাতে বয়ে নিচ্ছি।"
ফুলবাড়ি থেকে আসা শ্রী দীপা রানী বলেন,
"আমরা পরিবার নিয়ে এসেছি রথযাত্রা উপলক্ষে। অনেকদিন পর আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে দেখা হচ্ছে অনেক ভালো লাগছে।
ঘোগাদহ থেকে আসা এক ভক্ত অর্জুন কুমার জানান,
"আমরা বন্ধুরা সবাই মিলে আসছি। এখানে এসে এত চমৎকার আয়োজন দেখে মনটা ভরে গেলো সেইসাথে এবছর নিরাপত্তাও ছিল ভালো।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,
"ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা অভিভূত। ধর্মীয় চেতনার এই বিস্তার আমাদের অনুপ্রাণিত করে। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের উৎসব শেষ হবে। সেই দিনও থাকবে নানা ধর্মীয় আয়োজন।"
রথযাত্রা ঘিরে পুরো শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com